জুনিয়র শুটিং বিশ্বকাপে রুপো আদ্রিয়ানের, ছেলের সাফল্যে গর্বিত জয়দীপ

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৩০ অক্টোবর, ২০২৫ ; সুলের পর নয়াদিল্লি। জুনিয়র শুটিং বিশ্বকাপে ফের পদক পেলেন বাংলার তরুণ শুটার আদ্রিয়ান কর্মকার।

অলিম্পিয়ান শুটার জয়দীপ কর্মকারের পুত্র আদ্রিয়ান রবিবার রুপো পেয়েছেন ৫০ মিটার থ্রি পজিশন ইভেন্টে।

মাস চারেক আগে জার্মানির সুলে জুনিয়র বিশ্বকাপে এই ইভেন্টে অবশ্য ব্রোঞ্জ এসেছিল তাঁর ঝুলিতে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें