প্রকাশ তারিখ: 07/11/2025 | Desk: 24ঘন্টালাইভ : শীতকালে চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যায়, তাই চাই বিশেষ যত্ন। প্রথমত, সপ্তাহে ২ বার নারকেল বা অলিভ অয়েল দিয়ে হালকা গরম তেল মালিশ করুন।

দ্বিতীয়ত, সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। তৃতীয়ত, চুল ধোয়ার পর কন্ডিশনার ব্যবহার করুন। চতুর্থত, চুল শুকনো রাখতে হেয়ার মাস্ক ব্যবহার করুন—যেমন অ্যালোভেরা ও দই।

পঞ্চমত, চুল বাঁধার সময় টাইট রাবার ব্যান্ড এড়িয়ে চলুন। এই নিয়মগুলো মানলে শীতেও চুল থাকবে মসৃণ, স্বাস্থ্যকর ও ঝলমলে।










