সব জায়গা থেকে সরিয়ে ফেলতে হবে পথ কুকুরদের। কী নির্দেশ দিল আদালত ?

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৭ নভেম্বর, ২০২৫ ; দেশজুড়ে পথকুকুরের কামড় ও নিরাপত্তা সমস্যা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট।

শুক্রবার বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা ও এনভি আঞ্জারিয়ার বেঞ্চ নির্দেশ দিয়েছে— আগামী ৮ সপ্তাহের মধ্যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও জনবহুল স্থান থেকে পথকুকুরদের সরাতে হবে।

আদালতের নির্দেশ অনুযায়ী, এই কুকুরদের নিরাপদ ডগ শেল্টারে স্থানান্তরিত করতে হবে, এবং যেখান থেকে সরানো হবে, সেখানে আর যেন তাদের ছাড়া না হয়, তা নিশ্চিত করতে হবে।

আদালত জানিয়েছে, নিয়ম মানা হচ্ছে কিনা, তার রিপোর্ট অ্যামিকাস ক্যুরির মাধ্যমে জমা দিতে হবে।

পরবর্তী শুনানি হবে আগামী ১৩ জানুয়ারি। পাশাপাশি, আদালত রাজ্যগুলিকে হাইওয়ে ও রাস্তায় ঘুরে বেড়ানো গরুদেরও সরিয়ে শেল্টারে রাখার নির্দেশ দিয়েছে।

পথকুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণ প্রক্রিয়া চালু রাখতে পুরসভাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें