২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৭ নভেম্বর, ২০২৫ ; নভেম্বরের শুরুতেই শীতের ছোঁয়া টের পাচ্ছে রাজ্য। ধীরে ধীরে নামছে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের পাহাড়ে পারদ ইতিমধ্যেই নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে, সমতলে তা ১৬ ডিগ্রিতে পৌঁছেছে।

দক্ষিণবঙ্গেও শুরু হয়েছে হালকা ঠান্ডা হাওয়া। রাতে ও সকালে বেশ ঠান্ডা লাগছে। পুরুলিয়ায় তাপমাত্রা ১৭ ডিগ্রি, পশ্চিমের জেলাগুলিতে নেমে গিয়েছে ২০ ডিগ্রির নিচে।

যদিও কলকাতায় এখনও শীত জমেনি, কিন্তু সকালের কুয়াশা শীতের আগমনী বার্তা দিচ্ছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে— রাজ্যে আপাতত কোনও সতর্কতা জারি নেই। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শনিবার থেকে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমতে পারে।

কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০°, আর সর্বনিম্ন ২২° সেলসিয়াস।IMD-এর পূর্বাভাস অনুযায়ী, এ বছর ভারতে স্বাভাবিকের তুলনায় বেশি শীত পড়ার সম্ভাবনা রয়েছে প্রায় ৭১%।

এর পেছনে ভূমিকা রাখছে লা নিনা প্রভাব, পশ্চিমী ঝঞ্ঝা ও আর্কটিক ঠান্ডা বাতাসের প্রবাহ।হিমালয়ের পাদদেশে ইতিমধ্যেই তুষারপাত ও শৈত্যপ্রবাহের ইঙ্গিত মিলছে।

আর গাঙ্গেয় সমভূমিতে শীত আসবে নিজের নিয়মে, তবে এবারের শীত কিছুটা বেশি তীব্র হতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে পূর্বাভাস।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










