BREAKING NEWS :: আজই চার্জশিট নারদ মামলায় – মদন মিত্র সহ চাজনকেই এরেস্ট মেমোতে সই করানো হলো – পেশ করা হবে আদালতে

0
156
Adv
Adv : Keshari Light House

নিউজ ডেস্ক :: ২৪ ঘন্টা লাইভ :: ১৭ই,মে :: কোলকাতা নারদ মামলায় নয়া মোড়। সোমবার সকালে কলকাতার প্রাক্তন মেয়র, তৃণমূলের বিধায়ক এবং মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সকাল ন’টা নাগাদ তাঁকে বাড়ি থেকে নিয়ে যায় সিবিআই। বাড়ি থেকে বেরোনোর সময় ফিরহাদ বলেন, ‘‘নারদ মামলায় আমাকে গ্রেফতার করেছে সিবিআই। বিনা নোটিসে আমাকে গ্রেফতার করা হল।’’

ফিরহাদ আরও বলেন, ‘‘স্পিকারের অনুমতি ছাড়াই আমায় গ্রেফতার করা হল। আদালতে দেখে নেব।’’ সোমবার সকালেই মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। নিজাম প্যালেসে আনা হয়েছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সিবিআই সূত্রের খবর।

আজই নারদ মামলায় চার্জশিট পেশ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । নারদ মামলায় এর আগে মোট ১২ জনের বিরুদ্ধে FIR দায়ের করে সিবিআই। ৫ জনের বিরুদ্ধে আজ নারদ কাণ্ডে সিবিআই প্রাথমিক চার্জশিট দাখিল করতে চলেছে বলে জানা গিয়েছে। আজ ব্যাঙ্কশাল আদালতে চার্জশিট পেশ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই এই মামলায় কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে ‘গ্রেফতার’ করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও সিবিআইয়ের তরফে এখনও এব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এই একই মামলায় মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখার্জিকেও আটক করেছে সিবিআই। তাঁদের নিজাম প্যালেসে আনা হয়েছে।

Advertisement

নারদ মামলায় গ্রেফতার ফিরহাদ হাকিম। একই মামলায় শোভন চট্টোপাধ্যায় , সুব্রত মুখোপাধ্যায় ও মদন মিত্রকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও একটি সূত্র বলছে বাকি তিনজনকেও গ্রেফতার করা হয়েছে, তবে এব্যাপারে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। তবে সিবিআইয়ের এই গ্রেফতারি নিয়ে প্রশ্ন উঠছে। একই মামলায় নাম রয়েছে বিজেপি নেতা মুকুল রায় ও শুভেন্দু অধিকারীরও। তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়? প্রশ্ন তুলেছে তৃণমূল। নারদ মামলায় নাম রয়েছে আইপিএস অফিসার এসএমএইচ মির্জারও। সিবিআই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই তৎপরতা নিয়েছে বলে অভিযোগ রাজ্যের শাসকদলের।

Advertisement

জানা গিয়েছে, এদিন রাজ্যপালের অনুমতি নিয়ে প্রথমে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করে সিবিআই। এমনকী সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়দের আটক করা নিয়েও রাজ্যপাল জগদীপ ধনকড়ের সম্মতি নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরেই চারজনকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। সেখানে চারজনকেই অ্যারেস্ট মেমোতে সই করানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। আজ দুপুরেই চারজনকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

আজই চারজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করবে সিবিআই। এদিকে, এদিন নিজম প্যালেসে শোভন চট্টোপাধ্যায়কে আনার পরেই সেখানে ঢুকতে দেখা যায় তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে। যদিও কেন তিনি নিজাম প্যালেসে এসেছেন বা তাঁকে সিবিআই ডেকে পাঠিয়েছে কিনা সেব্যাপারে স্পষ্ট করে কিছু জানাতে রাজি হননি রত্না চট্টোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here