BREAKING NEWS :: নারদা দুর্নীতি মামলায় গ্রেপ্তার চার নেতার কলকাতা হাইকোর্টে জামিন হলো না আজও

0
180
Add PM CUSINE

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ২৪শে মে :: কোলকাতা :: চাঞ্চল্যকর নারদা দুর্নীতি মামলায় গ্রেপ্তার চার নেতার জামিন হলো না। আজ সোমবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বাধীন লার্জার বেঞ্চে ওই চারজনের জামিন বাতিল আদেশের পুনর্বিবেচনার শুনানি হয়। আগামী বুধবার এই বেঞ্চে আবারও শুনানি অনুষ্ঠিত হবে। ওই দিন পর্যন্ত চার নেতাকে গৃহবন্দী থাকার নির্দেশ দিয়েছেন আদালত।পশ্চিমবঙ্গের ওই চার নেতা হলেন—তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা, মন্ত্রী ও বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল নেতা, কলকাতা পৌর করপোরেশনের প্রাক্তন মেয়র ও বর্তমান মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম,প্রাক্তন মন্ত্রী ও নবনির্বাচিত তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং কলকাতা পৌর করপোরেশনের প্রাক্তন মেয়র ও বর্তমান বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। ১৭ মে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এরপর গত শুক্রবার প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে ওই চার নেতার জামিন শুনানি হয়। কিন্তু ওই শুনানিতে তাঁরা দুজন ভিন্ন ভিন্ন মত দেন। এর ফলে তাঁদের জামিন ঝুলে যায়।

Advertisement

এই মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অভিষেক মনু সিংভি ও সিদ্ধার্থ লুথরা এবং সিবিআইয়ের পক্ষে সলিসিটার জেনারেল তুষার মেহতা। আইনজীবী অভিষেক মনু সিংভি গত শুক্রবার আদালতকে বলেন, জামিন আবেদন নিষ্পত্তি করতে অবিলম্বে বৃহত্তর বেঞ্চ গঠন করা হোক। অন্যথায় তৃতীয় বিচারপতির কাছে পাঠানো হোক মামলাটি।

এরপরই আদালত নতুন বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নেন। এ ছাড়া আদালত বলেন, এই চার নেতা তাঁদের নিজ নিজ বাড়িতে গৃহবন্দী থাকবেন। এ সময় তাঁরা চিকিৎসা থেকে অন্য সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। তবে তাঁদের থাকতে হবে সিবিআইয়ের নিয়ন্ত্রণে।
আদালত বলেন, এ সময় চার নেতা বাইরে বের হতে পারবেন না। কথা বলতে পারবেন ফোনে ও ভার্চ্যুয়ালি। নির্দেশও দিতে পারবেন দপ্তরের বিভিন্ন কাজের।

Advertisement 8240054075

এদিকে আদালতের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের নেতৃত্বে নতুন বেঞ্চে স্থান পান বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি সৌমেন সেন। এই বেঞ্চেই আজ শুনানি হয়।

Advertisement

২০১৬ সালের মার্চে রাজ্য বিধানসভার নির্বাচনের প্রাক্কালে ১৩ তৃণমূল নেতা-মন্ত্রীর ঘুষ নেওয়ার এক কেলেঙ্কারি ফাঁস হয়। এরপর কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৭ সালে মার্চে এই নারদা কেলেঙ্কারি মামলার তদন্তের ভার দেওয়া হয় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইর হাতে। সেই মামলায় আসামি করা হয় পশ্চিমবঙ্গের তৎকালীন চার মন্ত্রীসহ সাংসদ, বিধায়ক ও অন্য তৃণমূল নেতাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here