BREAKING NEWS :: ভোটের দিন ঘোষনার পরই ফের লালকালি সাদা কাগজে মাওবাদী ফতোয়া

0
285

দেবেন মাহাতো :: ২৪ ঘন্টা লাইভ :: ২রা,মার্চ :: ঝাড়গ্রাম :: ভোটের দিন ঘোষনার পরই ফের লালকালি সাদা কাগজের অাত্মপ্রকাশ। বিনপুর,বেলপাহাড়ি থানা এলাকায় এই লাল সাদা কাগজ গুলি দেখতে পাওয়া যায়। বেলপাহাড়ি থানার কুচলা পাহাড়ি এবং খড়পাল গ্রামে পোস্টারগুলো নজরে আসে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ইন্ডিকেশন বোর্ডে চেটানো ছিলো এই পোস্টগুলি। গোটাটাই বাঁকুড়া সংলগ্ন জঙ্গল লাগোয়া এলাকা।

ফের মাওবাদী ফতোয়া ?পাশাপাশি বিনপুর থানা মালাবতী গ্রামের রাস্তার উপর বেশ কিছু পোস্টার নজরে আসে। প্রতিটা পোস্টারের বয়ানে তৃণমূল এবং বিজেপি থেকে দূরে থাকার এবং কিছু কিছু জায়গায় ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে। ক্যামেরার সামনে না বললেও সাধারণ মানুষের বক্তব্য ভোট এলেই সাদা কাগজ লাল কালি নজরে আসে গ্রামবাসীদের একসময় আতঙ্ক থাকলেও এখন অনেকটাই স্বাভাবিক। তবে মুখে কেউ কিছুই বলতে নারাজ।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পোস্টারগুলো যখন উদ্ধারে ব্যাস্ত ঠিক তখন এক সময়ে মাওবাদীদের গড় লালগড়ের বিভিন্ন এলাকায় যৌথবাহিনী নিয়ে রুটমার্চ করতে ব্যস্ত ঝাড়গ্রামের এসপি ইন্দিরা দেবী। সাধারণ মানুষ, একসময় অত্যাচারিত মানুষদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেছেন। যে এবার ভোটে কোথাও কোনো রকম কোনো সমস্যা নেই। কোথাও যদি বিন্দুমাত্র সমস্যা মনে হয় সঙ্গে সঙ্গে থানায় যোগাযোগের পরামর্শ দিচ্ছেন তিনি।

Advertisement 8240054075

পোস্টার প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে তিনি জানান জঙ্গল লাগোয়া এলাকায় বেশ কিছু এধরনের পোষ্টার পাওয়া গেছে। এলাকায় মাওবাদী গতিবিধি একদমই নেই। তারপরও এই ধরনের পোস্টার আদৌ মাওবাদীদের না বদমাশি তা খতিয়ে দেখছেন তিনি। তবে এই লাল কালি সাদা কাগজ কাকে সুবিধা করে দেবে তা নিয়ে তরাজ চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here