BREAKING NEWS :: ২৪ ঘন্টার খবরের জের – স্বেচ্ছা মৃত্যুর হাত থেকে রক্ষা অসহায় পরিবারের !

0
287

কুমার মাধব :: ২৪ ঘন্টা লাইভ :: ২৪শে, সেপ্টেম্বর :: মালদা :: আমাদের খবরের জেরে অসহায় প্রতিবন্ধী পরিবারের পাশে দাড়ালেন মালদা জেলার চাঁচলের বিজেপি কর্মকর্তা তথা মালদা জেলা বিজেপি কমিটির সম্পাদক দীপঙ্কর রাম।
উল্লেখ্য মালদহের চাঁচল ১ নং ব্লক এলাকার মতিহারপুর জিপির কালিয়াপাড়া গ্রামের অসহায় বৃদ্ধার দুর্দশার কথা আমরাই তুলে ধরেছিলাম। সেই খবর দেখে প্রতিবন্ধী পরিবারটির পাশে দাড়িয়েছেন দীপঙ্কর রাম।

তিনি বৃহস্পতিবার ওই পরিবারটির বাসস্হানে পৌঁছে একমাসের খাদ‍্য দ্রব‍্য প্রদান করেছেন। আর্থিক সাহায্যও করেছেন বলে জানিয়েছেন তিনি।পাশাপাশি সরকারি প্রকল্প আকলিমা বেওয়ার বিধবা ভাতা সহ আবাস যোজনা নিয়ে প্রশাসনের কর্তাদের সাথে আলোচনা করবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

দীপঙ্কর রাম পরিবারের পাশে সর্বদা থাকবে বলে জানিয়েছেন এছাড়াও তিনি বলেন, “সংবাদ মাধ্যমের দ্বারা আমি জানতে পারি অসহায় এই পরিবারটি স্বেচ্ছামৃত্যুর কথা বলেছে।তাই আজ উনাদের সঙ্গে দেখা করতে এসেছি এই বার্তা দেওয়ার জন্য যে আমরা ওনাদের পাশে আছি।বাংলাতে একটি পরিবার যদি না খেতে পেয়ে আত্মহত্যা করে বাঙালি হয়ে তা খুব লজ্জার।সরকারি প্রকল্পগুলি তে যেভাবে রাজনীতিকরণ হচ্ছে তা নিয়ে নিন্দার কোন ভাষা নেই। তবে আমরা ওনাদের কাছে অনুরোধ করব আপনারা যাতে স্বেচ্ছামৃত্যু বরন না করেন আমরা সবসময় আপনাদের পাশে থাকবো।”

পরিবার সূত্রের খবর, আকলিমা বেওয়া পাঁচ পুত্র ও পুত্র বধূ এবং নাতি-নাতনি নিয়ে মোট ১৩ জনের সংসার। আকলিমা বেওয়ার স্বামী বহু বছর আগেই ইহোলোক ত‍্যাগ করেছেন। সেই সময় যতুটুকু সঞ্চিত অর্থ ছিল সবটাই গেছে স্বামীর চিকিৎসায়। কার্যত অনটনের থাবা ওই পরিবারে সেকাল থেকেই।ওই পরিবারে বার বার হানা দিচ্ছে অভাবের ছায়া। ফলে পরিবারের গৃহকত্রী আকলিমা বিষপানের জন‍্য ইচ্ছা প্রকাশ করছন। বাড়িতে ঢুকলেই দারিদ্রতার ছাপ দেওয়ালে দেওয়ালে লক্ষ্য করা গেছে আমাদের ক‍্যামেরায়।

এদিন দীপঙ্কর বাবু পরিবারটিকে আশ্বস্ত করে বলেন, প্রশাসনিক স্তরের সাথে বিষয়টি আলোচনা করছি। তাদের কাছে অনুরোধ করব যেন প্রশাসনিক খামখেয়ালিপনায় একটি প্রতিবন্ধকতা পরিবার বিমর্ষে দিনাযাপন না করে এই অসহায় পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here