নৈহাটিতে পার্থ ভৌমিকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন একাধিক নেতা কর্মী

0
232

নিজস্ব সংবাদদাতা  :: ২৪ ঘন্টা লাইভ :: ১১ই,সেপ্টেম্বর  নৈহাটি :: ভোট পরবর্তীতে সারা রাজ্য জুড়ে চলছে রং বদলের খেলা। একুশের নির্বাচনে বিপুল অঙ্কের ভোটে পরাজয়ের পর গেরুয়া শিবির ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছে একাধিকবার শাসকদলের বিরুদ্ধে। এরপর মহামান্য আদালত সি বি আই কে তদন্তভার তুলে দেন। সি বি আই তদন্ত চলাকালীন সময়ে একাধিক বিজেপি নেতা ও কর্মী যোগদান করছেন তাদের পুরোনো সবুজ শিবিরে।

নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন একাধিক নেতা ও কর্মী। নৈহাটির গৌরিপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূলে যোগদান করেন তারা। ওইদিন নৈহাটির বিধায়ক সহ উপস্থিত ছিলেন নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ দে, উপস্থিত ছিলেন ভাটপাড়ার যুবনেতা প্রিয়াঙ্কু পান্ডে।

তারা তাদের পুরোনো দলে ফিরে আসার পর নিজেরাই ভুল স্বীকার করছেন এবং তারা এরপর দলকে ছাড়বেন না এমনও প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনের আগে রাজ্যের একাধিক জায়গায় উঠেছিল ‘খেলা হবে’ স্লোগানের ঝড়। প্রশ্ন উঠছে গেরুয়া শিবিরে তারা এতদিন গেরুয়া শিবিরে ছিলেন কেনো -?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here