লকডাউনে শালবনীর আদিবাসী গ্রামে অন্নসত্র তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির।

0
204

কল্যান মন্ডল::২৪ঘন্টা লাইভ ::৯ই জুন ::পশ্চিম মেদিনীপুর :: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলার সদর উত্তর চক্রের তরফে আজ শালবনীর ৩ নং অঞ্চলের আদিবাসী মানুষের গ্রাম মহারাজপুরে আজ অন্নসত্রের আয়োজন করা হয়। শতাধিক গ্রামের মানুষের কাছে মাস্ক তুলে দেওয়ার পাশাপাশি দ্বিপ্রাহরিক ভোজনের জন্য প্যাকেট তুলে দেওয়া হয়। সমিতির সভাপতি তন্ময় সিংহ জানান লকডাউনে গতবারের ধারা মেনে আমরা অন্নসত্র আজ শুরু করলাম, আগামীদিনে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে।

সমিতির শিক্ষক দের তরফে বাপ্পা বিষয়ী ভাউদি বন্ধুগোষ্ঠী ক্লাবের সদস্যদের ও স্থানীয় স্তরে ঠাকুরদাস মাহাত ও জোতস্না মান্ডিকে বিশেষ ধন্যবাদ দেন। আজকের কর্মসূচিতে সদর উত্তর চক্রের তরফে সুব্রত দাস, অমর চৌধুরী ও সঞ্জয় নামহাতা জানান, গ্রামবাসীদের হাতে ভাত, নবরত্ন ও মাংসের প্যাকেট তুলে দিতে পেরে তারা খুশি। গড়বেতা থেকে আগত কেশপুর ব্লকের শিক্ষক অভয় মিশ্র সকলের হাতে মাস্ক তুলে দিয়ে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here