। সুষ্ঠ ভাবে প্রথম পর্যায় শেষ করে দ্বিতীয় পর্যায়ের টিকা প্রদানের পথে বারুইপুরের শংকরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত ।।

0
146

সুদেষ্ণা মন্ডল ::২৪ঘন্টা লাইভ ::২৭ই সেপ্টেম্বর :: দক্ষিণ ২৪ পরগনা :: কোভিডের টিকা পেতে যখন রাজ্য জুড়ে হয়রানির ছবি বার বার ফুটে উঠছে , সেখানে ঠিক উল্টো ছবি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত শংকরপুর ২ নম্বর পঞ্চায়েতে । বিরোধীরা বার বার অভিযোগ করছে বেছে বেছে কেবলমাত্র তৃণমূল কর্মীদেরই টিকা দেওয়া হচ্ছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বা পুরসভা গুলিতে । আবার কোথাও টিকার লম্বা লাইনে দাঁড়িয়ে শেষে ফিরে যেতে হচ্ছে টিকা না পেয়ে । অথচ বারুইপুর এর শংকরপুর গ্রাম পঞ্চায়েতে আজ তিন মাসেরও বেশি সময় ধরে চলছে টিকা প্রদান কর্মসূচি । এখনো পর্যন্ত কোনো অভিযোগ আসেনি এলাকার মানুষের কাছ থেকে । পঞ্চায়েত প্রধান বাবলু মন্ডল জানান , প্রথম পর্যায়ের টিকা প্রদান প্রায় শেষ ।

কভিশিল্ড ও কোভ্যাকসিন দুরকম টিকা দেওয়া হয়েছে এলাকার ১৮ বছর এর ঊর্ধে সকলকেই । সোমবার ও জারি থাকছে এই কর্মসূচি তবে এবার দ্বিতীয় পর্যায় শুরু হবে । এদিন যাদের কোভিশিল্ড টিকা নেওয়া হয়েছিল ৮৪ দিন আগে তদের থেকেই শুরু হবে । আশা করি খুব সুষ্ঠ ভাবেই আমরা এই কর্মসূচি শেষ করতে পারবো । পাশাপাশি বাবলু বাবু জানান পঞ্চায়েত এর এই টিকা প্রদান কর্মসূচির জন্য ৯৯৩২৩৪৬৬৬৪ এই ফোন নম্বরটাও সবাইকে দেওয়া হচ্ছে । যদি এলাকার মানুষজনের কোনো প্রয়োজন হয় তারা যেন এই নম্বরে দ্রুত যোগাযোগ করে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here