অমিত শাহের উপস্থিতিতে উত্তাল কলকাতা – বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বলছেন বিরোধীরা

0
518

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ১লা,মার্চ :: কোলকাতা :: সিএএ বিক্ষোভের জেরে যখন গোটা দেশ উত্তাল, তখনই কলকাতায় শহিদ মিনারে সভা করতে এলেন এলেন অমিত শাহ। শহিদ মিনারে অমিত শাহের সভা চলাকালীনই বাম-কংগ্রেস তাঁদের বিক্ষোভ কর্মসূচি সাজিয়েছে।

গত মাসে কলকাতায় এসে মোদীকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, এবার অমিত শাহের জন্যও গো ব্যাক স্লাোগান তুলল বাম-কংগ্রেস নেতৃত্ব।সকাল ১১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বিমানবন্দরের এক নম্বর গেট থেকে পার্ক সার্কাস, যাদবপুর-সহ বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। ঘটনাস্থলে মজুত রয়েছে বিশাল পুলিশ বাহিনী। কলকাতার বিভিন্ন প্রান্তে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী প্রতিবাদ-বিক্ষোভের আশঙ্কা করছে পুলিশ-প্রশাসন। সিপিএম, কংগ্রেস, নকশাল-সহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন অমিতকে কালো পতাকা দেখানোর পরিকল্পনা করেছে।

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে গো ব্যাক স্লোগান শুনতে হল অমিত শাহকেও। অমিত শাহের বিমানবন্দরে নামা থেকে তাঁর যাত্রাপথজুড়ে সেভাবেই সাজানো হয়েছে যাবতীয় কর্মসূচি। দিল্লি-কাণ্ডকে সামনে রেখেই দফায় দফায় চলে বিক্ষোভ। অমিত শাহ কলকাতায় পা দেওয়ার পর প্রতিবাদী জমায়েত হয় কলকাতার অন্তত ১০ জায়গায়। সেই প্রতিবাদী সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করা হয়।

দমদম বিমানবন্দরের বাইরে এবং ধর্মতলায় প্রতিবাদী জমায়েতের ডাক দিয়েছে নানা সংগঠন। তা ছাড়াও কলকাতার আরও অন্তত ১০ জায়গায় বিক্ষোভ-সমাবেশ হবে দিল্লির ঘটনার পরে শাহের ইস্তফার দাবিতে। কালো পতাকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে বাম, কংগ্রেস-সহ বিভিন্ন দলের নানা শাখা সংগঠন।

দলীয় পতাকা ছাড়াই ছাত্র, যুব ও সাধারণ মানুষকে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন বাম ও কংগ্রেস নেতৃত্ব। এসএফআই-সহ নানা বাম ছাত্র ও যুব সংগঠন ‘ব্ল্যাক সানডে’ পালন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here