অশান্ত দিল্লি, কলকাতার সব থানাকে সতর্ক থাকতে নির্দেশ সিপি-র

0
595

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘণ্টা লাইভ :: ২৬ ফেব্রুয়ারি :: কলকাতা :: সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে উত্তপ্ত রাজধানী দিল্লি৷ ক্রমেই বাড়ছে সংঘর্ষ৷ এখনও পর্যন্ত সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে৷ আহতের সংখ্যা দু’শোর কাছাকাছি৷ পরিস্থিতি সামলাতে উত্তর-পূর্ব দিল্লির একাধিক এলাকায় কার্ফু জারি করা হয়েছে৷ এদিকে, দিল্লির আঁচ যাতে কলকাতায় না পড়ে সেব্যাপারে আগেভাগে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ৷ সব থানাগুলিকে সতর্ক থাকতে নির্দেশ পুলিশ কমিশনার অনুজ শর্মার৷

রবিবার থেকে অশান্ত রাজধানী দিল্লি৷ সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নেমে আন্দোলনে সামিল শ’য়ে-শ’য়ে মানুষ৷ গত দু’দিনের পর মঙ্গলবারও দিনভর সংঘর্ষ ছড়িয়েছে উত্তর-পূর্ব দিল্লির বিস্তীর্ণ এলাকায়৷ কখনও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ কখনও দোকান-বাজারে ঢুকে ভাঙচুর, আগুন৷ উন্মত্ত জনতাকে শান্ত করতে নাজেহাল দশা হয়েছে পুলিশের৷ ক্রমেই দিল্লিতে উত্তেজনাকর পরিস্থিতি বেড়েই চলেছে৷

দিল্লির অশান্তির দিকে নজর রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের৷ রাজধানীর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘটনায় বিবাদমান সব পক্ষকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার তিনি বলেন, ‘ভারতবর্ষ শান্তির দেশ৷ সবাইকে একসঙ্গে নিয়ে চলাই দেশের পরম্পরা৷ এদেশে হিংসার কোনও স্থান নেই৷ দেশবাসী শান্তি চান৷ সবাইকে আবেদন জানাচ্ছি, শান্তি বজায় রাখুন৷’

অন্যদিকে, দিল্লির সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী ও সমর্থক দু’পক্ষের সংঘর্ষের আঁচ যাতে কলকাতা শহরে না পড়ে তা নিশ্চিত করতে উদ্যোগী কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। এবিষয়ে প্রতিটি থানাকে তিনি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে, ডেপুটি কমিশনার-অ্যাসিস্ট্যান্ট কমিশনারদেরও সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন অনুজ শর্মা৷

কলকাতার স্পর্শকাতর এলাকাগুলিতে টহলদারি বাড়াতে নির্দেশ দিয়েছেন৷ একইসঙ্গে এলাকার জনপ্রতিনিধি ও ধর্মীয় সংগঠনগুলির নেতাদের সঙ্গেও পুলিশকে যোগাযোগ রেখে কাজ করার পরামর্শ দিয়েছেন অনুজ শর্মা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here