করোনার তৃতীয় ঢেউ যদি দেশে আসে সে ক্ষেত্রে শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে

0
125

কল্যাণ মন্ডল ::২৪ঘন্টা লাইভ ::১৯ই জুন ::পশ্চিম মেদিনীপুর :: করোনার তৃতীয় ঢেউ যদি দেশে আসে সে ক্ষেত্রে শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমতকে মাথায় রেখে এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে, মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এখন থেকেই শিশুদের জন্য উন্নতমানের চিকিৎসা পরিকাঠামোর গড়ে তোলার কাজ শুরু হয়েছে। জানা গেছে, সংক্রমিত শিশুদের চিকিৎসার জন্য পর্যায়ক্রমে ১০০টি শয্যা প্রস্তুত করা হবে এখানে।

প্রথম পর্যায়ে আপাতত ৩৬টি শয্যা প্রস্তুত করা হচ্ছে। এগুলি SNCU, HDU এবং অক্সিজেন পরিষেবাযুক্ত ১২টি করে শয্যা থাকছে। SNCUএর পাশাপাশি ৬টি শয্যা নিয়ে Neonatal Intensive Care Unit (NICU) এবং ৬টি শয্যা নিয়ে Pediatric Intensive Care Unit (PICU) তৈরী করা হচ্ছে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর এর জেলাশাসক ডঃ রস্মি কোমল। আজ মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশু বিভাগ নিয়ে জেলাশাসক এর নেতৃত্বে চিকিৎসা পরিসেবার সংগে যুক্ত আধিকারিকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here