করোনা আতঙ্কের জেরে মুর্শিদাবাদে নিজের বাড়ি ফিরে পেল মানসিক ভারসাম্যহীন মহিলা।

0
672

 

হক জাফর ইমাম :: ২৪ ঘন্টা লাইভ :: ১২ই,এপ্রিল :: মালদা :: করোনা নিয়ে গোটা দেশের সঙ্গে মালদা জেলাতেও আতঙ্ক। এর মধ্যে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে করোনা আতঙ্কের জন্য কোথাও ঠাঁই দেওয়া হচ্ছিল না। বিভিন্ন জায়াগায় প্রত্যাঘাত খেতে হচ্ছিল তাঁকে। কোনও গ্রামে তাঁকে থাকতে দেওয়া হয় নি। এই অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে নিজেদের কাছে কিছুদিন রাখার পর মুর্শিদাবাদের তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হল।লকডাউনের এই দুর্দিনে ত্রাতা হয়ে দেখা দেওয়া ওই যুবকদের কৃতজ্ঞতা জানিয়েছেন ওই মহিলার পরিবার। দীর্ঘদিন বাদে ঘরের মেয়েকে কাছে পেয়ে খুশি তাঁর পরিবারও। জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই মহিলার নাম তানজিমা খাতুন। বছর পঞ্চাশের ওই মহিলার বাড়ি মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার কামালপুর গ্রামে। মাস দুয়েক আগে তিনি নিখোঁজ হন। সামসেরগঞ্জ থানায় নিখোঁজ অভিযোগও করেন পরিবারের লোকেরা।গত ৯ এপ্রিল মালদার হবিবপুর থানার সিঙ্গাবাদ স্টেশনের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ছুটে যান কিছু যুবক। তাঁরা তানজিমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে সেবা শুশ্রুষা করেন। পরে সোশ্যাল নেট ওয়ার্কের সাহায্য নিয়ে সামসেরগঞ্জ থানায় যোগাযোগ করেন ওই যুবকেরা। শনিবার তানজিরার পরিবারের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। তানজিরার দাদা ইসমাইল শেখ বলেন, ‘‌বোন এমনিতে মানষিক ভারসাম্যহীন। দু’‌মাস আগে নিখোঁজ হয়। লকডাউনের দিনে তাঁকে নিয়ে উদ্বেগে ছিলাম আমরা। এই যুবকেরা যা করেছেন, তা ভোলার নয়।’‌

যুবকদের মধ্যে তারাশঙ্কর রায় বলেন,‘‌আমরা এখানকার হবিবপুর থানা এবং ওখানকার সামসেরগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ করি। তাদের উৎসাহে ওই মহিলাকে ফেরানো সম্ভব হয়। এই সময় সামসেরগঞ্জ থানা গাড়ি নিয়ে আসার অনুমতি দিয়ে খুব ভাল করেছে।’‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here