দুর্গাপুরের বিজ্ঞানীরা স্যানিটাইজার গাড়ি্ তৈরি করলেন ।

0
603

নিজস্ব সংবাদদাতা :: :: ১২ই,এপ্রিল :: দুর্গাপুর ::  দুর্গাপুরের বিজ্ঞানীরা স্যানিটাইজার গাড়ি্ তৈরি করলেন ।এই বাহনের উদ্ভাবক সেন্ট্রাল ইলেক্ট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট ।পৌরসভা বা পঞ্চায়েতগুলি নিজের নিজের এলাকার জনবহুল অঞ্চলগুলিকে জীবাণুমুক্ত করার কাজ করতে পারবে সহজে । আসানসোল পৌরনিগম এই সংস্থার কাছ থেকে চারটি স্যানিটাইজার গাড়ি নিল |কোরোনা সংক্রমণের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় পৌরসভা ও পঞ্চায়েত গুলির পক্ষ থেকে বাজারহাট সহ জনবহুল এলাকা গুলিকে জীবাণুমুক্ত করা হচ্ছে । এজন্য দমকল দপ্তরের গাড়ি নিয়ে সোডিয়াম হাইপোক্লোরাইড মিশ্রিত রাসায়নিক তরল স্প্রে করা হচ্ছে । কিন্তু দমকল দপ্তরের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে তারা শুধুমাত্র সরকারি আবাসন এলাকা, হাসপাতাল, দপ্তরগুলোতে এই জীবানুমুক্ত করার কাজ করবে। তাই এবার দুর্গাপুরের বিজ্ঞানীরা ট্রাক্টরের ইঞ্জিন এবং জলের ট্যাঙ্কার ব্যবহার করে স্যানিটাইজড গাড়ি তৈরি করেছে । জনবহুল এলাকা গুলিকে জীবাণুমুক্ত করতে কাজে লাগবে এই গাড়ি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here