সাধারণ মানুষের জন্য মাস্ক তৈরিতে ব্যস্ত বাঁকুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর নীলাদ্রি শেখর দানা ।

0
624

নরেশ ভকত :: ২৪ঘন্টা লাইভ :: ১২ই,এপ্রিল :: বাঁকুড়া:: করোনা আতঙ্ক এই মুহূর্তে গোটা বিশ্বে মহামারীর রুপ নিতে চলেছে। এই ভাইরাস ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন । এই পরিস্থিতিতে চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন বাড়ির বাইরে বের হলে প্রত্যেকেই মাস্ক পরে বেরোবেন।চিকিৎসকদের পরামর্শ মতো বাজারে মাস্ক এর চাহিদা বেড়েছে , তবে চাহিদা বাড়লেও পর্যাপ্ত পরিমাণে বাজারে মিলছে না মাস্ক ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের । তার ওপর লকডাউন এর জেরে মানুষ কাজ হারিয়ে গৃহবন্দি হয়ে রয়েছেন ফলে আর্থিক সংকটে থাকা এই মানুষগুলো পক্ষে প্রয়োজনীয় মাস্ক কেনা সম্ভব হচ্ছে না। এবার সেই সমস্ত সাধারণ মানুষদের কথা চিন্তা করে এগিয়ে এলেন বাঁকুড়া পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর নীলাদ্রি শেখর দানা ।বাঁকুড়া শহরের কানকাটা এলাকায় নিজের বাড়িতে সেলাই মেশিনে মাস্ক তৈরিতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি । তিনি বাড়িতে বসে আপন সাধারণ মানুষের জন্য মাস্ক তৈরি করে চলেছেন । ইতিমধ্যেই তিনি 2700 টি মাস্ক বিলি করেছেন । আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়বে । তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাঁকুড়া শহরের সকল শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ ।

বাঁকুড়া পৌরসভার ১৬ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর নীলাদ্রি শেখর দানা বলেন , যাদের নুন আনতে পান্তা ফুরায় সেই সমস্ত মানুষগুলোর কথা চিন্তা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি । অবসর সময়ে বাড়িতে বসে আমার এক সহযোগী বোনের সহযোগিতা নিয়ে প্রতিদিন সাড়ে ৩০০ মাস্ক তৈরি করছি এবং সেগুলি একজন নির্বাচিত পৌর প্রতিনিধি হিসেবে এই কঠিন মুহূর্তে তাদের হাতে তুলে দিতে পারলে নিজেকে গর্ববোধ করব ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here