কুয়াশার কবলে বিপাকে সাধারণ মানুষ

0
669

নিজস্ব সংবাদদাতা : বাঁকুড়া ……
বাঁকুড়া শহরের নুতনগঞ্জ এলাকার নিত্যানন্দ আশ্রম রোড়ের বাসিন্দা ব্যবসায়ী মুকেশ খান্ডেলওয়াল তার এক আত্মীয়কে সাথে নিয়ে আজ ভোরে অণ্ডাল এয়ারপোর্ট থেকে বাড়ী ফিরছিলেন। বাড়ী ফেরার পথেই এই দূর্ঘটনা ঘটে। ঘন কুয়াশায় টের না পাওয়ায় রাস্তার ধারের একটি গাছে ধাক্কা মারে গাড়ীটি।
বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানা এলাকার দূর্লভপুরের ঘটকগ্রামে ঘন কুয়াশায় টের না পেয়ে জাতীয় সড়কের ধারে একটি গাছে ধাক্কা মারে একটি সুইফট ডিজায়ার গাড়ি। গাড়ীর চালক সহ দুইজনের মৃত্যু হল। আহত হয় এক জন যাত্রী।

Advertisement

গঙ্গাজলঘাটি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তিন জনকে অমরকানন হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক গাড়ীর চালক সঞ্জীব দত্ত(৪৪) ও মুকেশ খান্ডেলওয়াল(৫৫) এই দুইজন কে মৃত বলে ঘোষণা করেন। আর একজন কে গুরুতর আহত অবস্থায় দূর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। এই দুই জনের মৃত্যুতে সারা শহরে শোকের ছায়া নেমে আসে। শৈত্য প্রবাহের এই প্রভাবে আরো কত রকমের বিপদের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের এটাই দেখার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here