0
343

মাজের মুখ হয়ে কম্বল নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে গেলেন তরুণ তুর্কিরা , শীতের প্রকোপে কাঁপছে আদিবাসী মহল্লা ,,তারই রেহাই দিতে এই কার্যকলাপ

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: জাকিয়ে শীত পড়েছে। শীতে কাঁপছে আদিবাসী মহল্লা। তবুও কেউ শীত বস্ত্র তুলে দেয়নি ওদের। চোপড়া ব্লকের বিভিন্ন এলাকায় বিশেষ করে আদিবাসী পাড়া গুলোতে গিয়ে দুস্থদের হাতে কম্বল বিতরণ করছি। আমাদের এই কম্বল বিতরণ কর্মসূচি চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। চোপড়া ব্লকে আদিবাসী সমাজ খুব অসহায় জীবন কাটাচ্ছে। এঁদের পাশে সকলের দাঁড়ানো উচিত। তাই দাসপাড়া নবদিশা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি-র পক্ষ থেকে চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গেন্দাবাড়ি গ্রামের দরিদ্র আদিবাসীদের মধ্যে শীত বস্ত্র দেওয়া হল রবিবার। দাসপাড়া নবদিশা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটি-র উদ্যোগে আদিবাসীদের বাড়িতে বাড়িতে গিয়ে কম্বল তুলে দেওয়া হয়। এছাড়াও এদিন কাঁচাকালীতে মুনিয়া পাগলী নামে এক ভবঘুরে আদিবাসী মহিলার হাতেও কম্বল তুলে দেওয়া হয়।সোসাইটি-র সভাপতি সহদেব শর্মা জানান,আমরা পরিধান নামে একটি কর্মসূচি নিয়েছি। যেটি শুরু হয় ২৫ ডিসেম্বর থেকে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here