কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্যেই BJP কর্মীর রহস্যময় মৃত্যু

0
192

২৪ঘণ্টা লাইভ সংবাদদাতা / কলকাতা / ৬ মে : একদিকে ভোট পরবর্তী হিংসার বর্ষ পূর্তি উপলক্ষে বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে মেতে রয়েছে বিজেপি কর্মীরা অন্যদিকে রাজ্যে দুদিন এর সফরের এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী।

Mahavir Computer

তার মধ্যেই ঘটে গেলো আরো এক রহস্যময় মৃত্যুর ঘটনা। শুক্রবার সকালে উদ্ধার হলো টালা ব্রিজ সংলগ্ন এক পরিত্যক্ত রেল আবাসনে  বিজেপি কর্মী মৃতদেহ ।

Add : Bright Coaching

মৃত ব্যক্তির পরিচয়  অর্জুন চৌরাশিয়া নামের এক সক্রিয় বিজেপি কর্মী রূপে পাওয়া গিয়েছে । ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা, ঘটনাস্থলে গিয়ে বাঁধার মুখে পড়েন পুলিশ এই।  ঘটনার জেরে ফের চরম উত্তপ্ত বাংলা রাজনীতি ।

Add Panjabi Gharana

খবর পাওয়া মাত্রই কলকাতার কর্মসূচি পরিবর্তন করলেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী। শুক্রবার উত্তরবঙ্গ থেকে কলকাতা বিমানবন্দর এসে সোজা ঘটনাস্থলে যাবেন তিনি , এমনটাই খবর। শুধু তাই নয় বাতিল করার নির্দেশ দিয়েছেন বিমানবন্দরে তার স্বাগত কর্মসূচি ও।

Add Crystal Inn

সম্ভবতঃ  দেখা করতে পারেন মৃত কর্মীর পরিবারের সদস্যদের সাথে।  দফায় দফায় চলছে বিজেপি বিক্ষোভ। তাদের অভিযোগ যে  ‘পরিকল্পনা মাফিক মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই বিজেপি কর্মীকে ‘ ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদে সরব হন বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি কল্যাণ চৌবে, সুভাষ সরকার সহ একাধিক বিজেপি নেতা।

Advertisement

অর্জুনকে খুন করা হয়েছে,  এটা রাজনৈতিক হত্যা বলে দাবি করলেন বিজেপি কেন্দ্রীয় সহ সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ । জানা যাচ্ছে যে সক্রিয়ভাবে বিজেপি করতেন অর্জুন, বিধানসভা ও পুরসভা নির্বাচনে প্রচুর পরিশ্রম ও করেছেন ।

শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কর্মসূচিতেও দায়িত্ব ছিল অর্জুনের উপর । পুরভোটের পর থেকেই একাধিকবার হুমকির সম্মুখীন হয়েছিলেন অর্জুন এমন ও উঠছে অভিযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here