কে হবেন হালিশহর এর নতুন পৌর প্রশাসক, কে হাসবেন শেষ হাসি ?

0
628

রাজীব গুপ্তা :: ২৪ ঘন্টা লাইভ :: ১৪ই,জুলাই :: হালিশহর :: গতকাল হালিশহরের পৌর প্রশাসক অংশুমান রায়ের পদত্যাগের পর থেকে শুরু হয়ে গেছিল তুমুল জল্পনা এবং আর আজ কিছুক্ষণের মধ্যেই অবসান হতে চলেছে সেই জল্পনার।এই প্রসঙ্গ নিয়ে দস্তুর মতো রাজনৈতিক জল ঘোলা চলছেই আর তার মধ্যেই কিন্তু দলের ভেতরেই চলছে ঘোলা জলে মাছ ধরার  খেলা ।

আমাদের ২৪ ঘন্টা লাইভের ময়না তদন্তে যে রিপোর্ট উঠে এসেছে তার সঙ্গে যুক্ত কয়েকটি প্রাসঙ্গিক সম্ভাব্যতা পাঠকদের কাছে তুলে ধরতে চাই ।

আমাদের নিরীক্ষণ ::
১) যদি পৌর প্রশাসক পদের দৌড়ে প্রথম অগ্রাধিকার পুরনো প্রশাসকদেড় কথা ভাবা হয় তাহলে বর্তমানে যে তিনজন প্রশাসক
রয়েছেন তার মধ্যে এগিয়ে থাকবেন মৃত্যুঞ্জয় দাস।

২) যদি দলের পুরনো কর্মী হিসেবে কারুর নাম বিবেচনা করা হয় তাহলেও এগিয়ে থাকবেন প্রাক্তন সিআইসি মৃত্যুঞ্জয় দাস ই।
আরেকটি আছে কারণ যে অংশুমান রায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে গিয়েছেন এই মৃত্যুঞ্জয় বাবু ই।

৩) যদি সরাসরি সম্পূর্ণভাবে একনিষ্ঠ কর্মী যিনি নিষ্ঠার সঙ্গে  তৃণমূল করে গিয়েছেন তিনি হলেন অন্যতম পৌর প্রশাসক বর্না         তালুকদার।।

৫) যদি মহিলা নেত্রীর দলে এখন মহিলা শক্তিকে আগ্রাধিকার দিতে হলেও বন্যা তালুকদারই হবেন দলের প্রথম পছন্দ।

৬) যদি দলের যুবশক্তিকে কার্যত প্রাধান্য দেওয়া হয় তাহলে হালিশহরের যুব সভাপতি প্রণব লৌহ এগিয়ে থাকতে পারেন।

৭) রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যেহেতু বীজপুর অঞ্চলে বর্তমানে সুবোধ অধিকারীই বলেন শেষ কথা এবং যদি সত্যি
এই বিষয় সুবোধ অধিকারীকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে রাজু সাহানীকে পৌর প্রশাসক হিসেবে নিযুক্ত করে দেওয়া হতে
পারে l।

এখন দেখার বিষয় আজ দুপুরের মধ্যেই কী নির্দেশ আসে দলের এবং কে হাসবেন শেষ হাসি। তবে হালিশহর টাউন তৃণমূল সভাপতি প্রবীর সরকারের কাছে 24 ঘন্টা লাইভ জানতে চাইলে তার প্রথম পছন্দ হিসেবে তিনি মৃত্যুঞ্জয় দাসকে মনোনয়ন দিতে চান এবং দলের কাছে এই আবেদন রাখবেন বলেও জানিয়েছেন।

তিনি মনে করেন এতে দলের ভাবমূর্তি অনেকটাই স্বছ থাকবে ও পুরোনো কর্মীদের সম্মান দেওয়া হচ্ছে বলেও বার্তা যাবে ।
কারণ গতকালই বিজপুরের বিধায়াক একটি উক্তি করে জানিয়েছেন যে তৃণমূলে কোনো পুরোনো কর্মী সম্মান পাচ্ছেন না।
অবশ্যই রাজু সাহানির ও সেরকম কোনো ভাবে বিতর্কিত ছবি না থাকায় রাজুবাবু ক্লিনচিট পেতে পারেন বলে আমরা মনে করি। হালিশহরের পৌর সভা নিয়ে কি রায় দেবেন হাইকমান্ড তাতো এখন কেবল ই সময়ের অপেক্ষা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here