খড়গপুর আই আই টির গাইডলাইনে খড়গপুরে তৈরী করা শুরু হলো পিপিই কিট

0
584

চন্দন মন্ডল :: ২৪ ঘন্টা লাইভ :: ১৬ই,এপ্রিল :: খড়্গপুর :: খড়গপুরে তৈরী করা শুরু হলো করোনা ভাইরাস প্রতিরোধক মেডিকেল পরিসেবায়ে ব্যাবহার যোগ্য খড়গপুর আই আই টির গাইডলাইন অনুযায়ি পিপিই কিট , মাস্ক ইত্যাদি। খড়গপুর প্রেমবাজার স্থিত ওহাব টেলর্স এর কর্তি পক্ষের ( মির নাসির আলির) তরফ থেকে জানানো হয় যে তার দুটি ওয়ার্কশপে এই পিপিই কিট বানানোর কাজ চলছে ।

ইতি মধ্যেই ১৫০০ পিস বানানো শেষ হয়েছে। আরো প্রায় ১৫০০পিস এই কিট বানানোর অর্ডার আছে তার কাজ চলছে। যা আগামী দিনে এই মহামারি কে রুখে দাঁড়াতে ও মেডিকেল কাজকর্মরত ব্যাক্তি বিশেষ দের সাহায্য করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here