খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার কাজী সামসুদ্দিন আহমেদ একদিকে লকডাউন ভাঙা যুবকদের শায়েস্তা করলেন আবার মানবিক মুখ দেখিয়েই শিশুদের চকোলেট খাওয়ালেন !

0
565

চন্দন মন্ডল :: ২৪ ঘন্টা লাইভ :: ১৬ই,এপ্রিল :: খড়্গপুর :: করোনা ভাইরাস যখন মহামারী রূপ নিয়ে একটু একটু করে সমগ্র বিশ্বকে গ্রাস করতে ধাবিত হচ্ছে সেই ভয়ঙ্কর পরিস্থিতিকে সামাল দিতে প্রতিটি মানুষের অংশীদার হওয়ার জন্য বার বার অনুরোধ জানানো হচ্ছে , যে খানে সংক্রমন ঠেকাতে দেশ তথা রাজ্য প্রশাসনিক ব্যাক্তি বর্গ নিজ নিজ প্রশাসনিক ক্ষেত্রে জনসাধারণকে সব ধরনের বিধি নিষেধ পালন করতে সচেতনতা বোধ ফেরাতে দিবা রাত্রি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ।

ঠিক সেই মুহূর্তে সামাজেরই কিছু বিপরীত চরিএ অসামাজিক মানুষ সমস্ত প্রকার প্রচেষ্টাকে বিফল করতে লক ডাউনকে উপেক্ষা করে রাতের অন্ধকারকে অবলম্বন করে মাস্ক ছাড়াই অযথা রাস্তায় বাইরে বেরিয়ে জোট বেঁধে আড্ডায় ব্যাস্ত পাড়ার মোড়ে মোড়ে সেই সকল ব্যক্তি গুলিকে ধরপাকড় করা হলো খড়গপুর অতিরিক্ত পুলিশ সুপার এর তত্ত্বাবধোনে বিশাল পুলিশ বাহিনী |

খড়গপুর এর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে, এই সকল উৎশৃঙ্খল মানুষ গুলিকে বাগে আনতে এবং সরকারি নির্দেশিকা পালন করতে কিছু ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে দেখা গেল। কিছু ক্ষেত্রে বয়স্কদের বাইরে না বেরোতে অনুরোধের মাধ্যমে সচেতন করা হলো আবার পথে যারা বাধ্য হয়ে কেউ শিশু নিয়ে বেরোলে তাদের না বেরোনোর অনুরোধ জানানোর সাথে শিশুদের চকলেট খাওয়ার টাকাও দেন অতিরিক্ত পুলিশ সুপার কাজী সামসুদ্দিন আহমেদ নিজের থেকে যা এই পরিস্থিতির মধ্যেও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তির স্বাভাবিক ভাবে মানবিক রুপেরও প্রকাশ পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here