খড়গ্রাম ব্লকের বালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বেহাল রাস্তা জলের তলায় উদাসীন প্রশাসন

0
343

রাজেন্দ্র নাথ দত্ত :: ২৪ ঘন্টা লাইভ :: ২৪ শে আগস্ট :: মুর্শিদাবাদ :: পিচের বিন্দুমাত্র অস্তিত্ব নেই, রাস্তা জুড়ে খানাখন্দ। কোথাও কোথাও আবার অনেকটা এলাকা নিয়ে গভীর গর্ত হয়ে গিয়ে ডোবার আকার নিয়েছে। মাসের পর মাস মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের বালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাইকেল, মোটরবাইক, ভ্যানরিকশা । অভিযোগ, রাস্তার এমন দূরবস্থা সত্ত্বেও প্রশাসনের তরফে কোনও উদ্যোগ নেই রাস্তা সারানোর এমনকি দীর্ঘদিন ধরে জলের তলায়, পচা দুর্গন্ধ জলের উপর দিয়ে চলছে নিত্য দিনের যাতায়াত।

খড়গ্রাম ব্লকের রায়পুর, হরিনারায়ণপুর থেকে ধামালিপাড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের রাস্তাটি ক্রমশই বিভীষিকা হয়ে উঠেছে সকলের কাছে। মাঝে মাঝে স্থানীয়ভাবে পঞ্চায়েত সমিতি ইট-পাথর ফেলে গর্ত বোজালেও মাস খানেক পরেই ফের একই অবস্থা। খারাপ রাস্তা জলমগ্ন থাকার কারণে ঝুঁকি নিচ্ছে না অ্যাম্বুল্যান্স। প্রসূতি নিয়ে মাতৃযানকেও হাসপাতালে পৌঁছতে হচ্ছে ঘুরপথে।গ্রামীণ রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় নির্মাণ হয়।এ বিষয়ে স্থানীয় প্রশাসন কোন মুখ খোলেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here