গরম বাড়লেই কি কমবে করোনার সংক্রমণ, উত্তর দিলেন বিশেষজ্ঞরাই

0
536

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ১৮ই, মার্চ ::
নয়াদিল্লি :: গরম বাড়লেই করোনা ভাইরাসের সংক্রমণ কমতে পারে, এমন ধারণা প্রায়শই ট্রেনে, বাসে লোকমুখে শোনা যাচ্ছে৷ কিন্তু বিশেষজ্ঞরা করোনা ভাইরাসের সংক্রমণ কমা প্রসঙ্গে কী বলছেন তা জেনে নেওয়া দরকার৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গরম পড়লেই যে লেজ গুটিয়ে পালাবে মারণ করোনার জীবাণু, সে বিষয়ে এমন কোনও প্রমাণ মেলেনি৷ আপাতত সচেতনতাই করোনার সংক্রমণ এড়িয়ে চলার প্রথম ও একমাত্র পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

দেশজুড়ে আতঙ্ক বাড়িয়েছে করোনা বাইরাস৷ ক্রমেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলছে৷ দেশে এনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪০ জন৷ মহারাষ্ট্রে আক্রান্ত হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি৷ তারপরই রয়েছে কেরল৷ মঙ্গলবার পশ্চিমবঙ্গেও প্রথম করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে৷ এই মুহূর্তে বেলেঘাটা আইডি হাসপাতালে স্পেশাল আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে করোনা আক্রান্ত ওই তরুণকে৷

এদিকে, করোনা ভাইরাসের সংক্রমণ কমা প্রসঙ্গে নানা মহলে নানা ব্যাখ্যা শোনা যাচ্ছে৷ তবে সেই সব ব্যাখ্যায় কান না দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷ করোনার সংক্রমণ রুখতে বরং আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷ গরম বাড়লেই যে করোনার প্রকোপ কমবে সে বিষয়ে কোনও প্রমাণ বিজ্ঞানীদের কাছে নেই বলে দাবি বিশেষজ্ঞদের৷ করোনার উপসর্গ দেখা দিলে তা না লুকিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷
বাইরে বেরোলে সব সময় মুকে মাস্ক পড়ে থাকতেও বলা হচ্ছে৷ তবে এক্ষেত্রে যাঁদের সর্দি বা কাশির উপসর্গ রয়েছে তাঁদেরই বেশি করে এই মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে৷ বারবার স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার পরামর্শও দেওয়া হচ্ছে৷ গুজবে কান না দিয়ে সচেতনভাবে পদক্ষেপ করোনা প্রতিরোধের একমাত্র উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here