গোসাবা জেটিঘাটে ওয়াটার অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করেন রাজ্যের সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা।

0
138

সুদেষ্ণা মন্ডল ::২৪ঘন্টা লাইভ ::৮ই সেপ্টেম্বর ::দক্ষিণ ২৪ পরগনা :: সুন্দরবনের প্রাকৃতিক অঞ্চলের মানুষের দ্রুত চিকিৎসা ব্যবস্থা সুবিধা পাওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সুন্দরবনের গোসাবা ব্লকের অঞ্চলের মানুষের চিকিৎসার ব্যবস্থা উন্নতির করণের লক্ষ্য
মঙ্গলবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা জেটিঘাটে ওয়াটার অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করেন রাজ্যের সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা শাসক আজাহার জিয়া,ক্যানিং পূর্ব ও পশ্চিম কেন্দ্রের বিধায়ক সওকাত মোল্লা,পরেশ রাম দাস,বারুইপুর পূর্ব বিধায়ক বিভাস হালদার, বিডিও সৌরভ মিত্র প্রমুখ।

এদিনের অনুষ্ঠানে রাজ্যের সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে ও অনুপ্রেরণায় গোসাবা বিডিও জেটিঘাটে উদ্বোধন হল ওয়াটার অ্যাম্বুলেন্স।গোসাবা ব্লকের বেশির ভাগ দ্বীপ গুলি জল পথে একমাত্র ভরসা।ফলে গুরুত্বপূর্ণ রোগীকে চিকিৎসার জন্য ক্যানিং কিংবা কলকাতায় নিয়ে যেতে গেলে বিভিন্ন সমস্যা হত।ফলে এই ওয়াটার অ্যাম্বুলেন্সের মাধ্যমে গোসাবার হাজার হাজার মানুষ উপকৃত হবে স্বাস্থ্য পরিষেবায়।তিনি আরও বলেন গোসাবা থেকে কোভিড মুক্ত করতে পেরেছে রাজ্য সরকারের একান্ত প্রচেষ্টায়।সজনেখালি ও ঝড়খালি ইকো ট্যুরিজম কে আরও আধুনিক করণ করা হবে।এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্ন গদখালি গোসাবা সংযোগ স্থল বিদ্যাধরী নদীর উপর ব্রীজ তৈরির কাজ খুব শীঘ্রই হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here