ফের সুন্দরবনের লোকালয়ে বাঘের আতঙ্ক

0
137

সুদেষ্ণা মন্ডল ::২৪ঘন্টা লাইভ ::৮ই সেপ্টেম্বর ::দক্ষিণ ২৪ পরগনা :: ফের সুন্দরবনের লোকালয়ে বাঘের আতঙ্ক। মঙ্গলবার সকালে গোসাবা ব্লকের সাতজেলিয়া এবং ছোট্ট মোল্লাখালি দ্বীপের গাঁড়াল নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর চাউর হতেই নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে দ্বীপ এলাকায়। খবর পেয়ে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা এসে বাঘের খোঁজে অনুসন্ধান চালাতে শুরু করেন। সকাল থেকে প্রবল বৃষ্টির জেরে অনুসন্ধান কাজে বাধা পেতে হয় তাঁদের। তবে বাঘের পায়ের ছাপের দেখা মিললেও লোকালয়ে এখনও পর্যন্ত কোন বাঘের সন্ধান পাওয়া যায় নি।

স্থানীয় ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এলাকার কিছু মানুষ চাষের কাজে যাওয়ার সময় গাঁড়াল নদীর চরে কাদার উপরের বাঘের পায়ের ছাপ দেখতে পান। সেই পায়ের ছাপ ক্রমশ লোকালয়ের ভিতরে অগ্রসর হওয়ায় আতঙ্ক আরও বাড়তে থাকে। সকাল থেকেই ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা বাঘের খোঁজে দফায় দফায় তল্লাশি চালায়। তবে বাঘের কোন খোঁজ না মেলায় জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্যদেরকে নিয়ে দ্বীপের বাদাবনগুলিতেও তল্লাশি চালানো হয়। তবে বনকর্মীদের অনুমান রাতের অন্ধকারে বাঘটি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকেপড়েছিল কিন্তু পরে হয়ত ফের জঙ্গলে ফেরত গিয়েছে। তবে তা নিশ্চিত করতে সাতজেলিয়া এবং ছোটমোল্লাখালি দ্বীপে ইকনা কুকুর নামিয়েও অনুসন্ধান চালান বনকর্মীরা৷ সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা তাপস দাস জানিয়েছেন, ‘খবর পাওয়ার পরই দুই দ্বীপে আমাদের টিম পৌঁছেছে। নদীর পাড়ে বাঘের পায়ের ছাপ মিললেও লোকালয়ে বাঘের হদিস পাওয়া যায়নি। তবে এখনও তল্লাশি চলছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here