ঘাটাল সহ জেলার বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করছেন পশ্চিম মেদিনীপুর জেলার এস পি দিনেশ কুমার

0
120

কল্যাণ মন্ডল ::২৪ঘন্টা লাইভ ::৬ই অগাস্ট ::পশ্চিম মেদিনীপুর :: ঘাটাল সহ জেলার বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করছেন পশ্চিম মেদিনীপুর জেলার সুপরিনটেনডেন্ট অফ পুলিশ দিনেশ কুমার।বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন।মানুষের সাথে কথা বলছেন।জেলার অ্যাডিশনাল এসপি রানা মুখার্জি, ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী, ওসি দেবাংশু ভৌমিক প্রতিদিনই ঘাটালের বন্যার্ত এলাকা ঘুরে ত্রান পৌঁছে দিচ্ছেন জেলা পুলিশের তরফে।

বৃহস্পতিবার বিকেলে ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিকের নেতৃত্বে অজবনগরের মধ্যপাড়াতে প্রায় ৩০ টি অআদিবাসী পরিবারের হাতে ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়।বন্যা দূর্গত এলাকায় নৌকায় করে ত্রান নিয়ে যাওয়া হয়।
এডিশনাল এসপি রানা মুখার্জি বলেন, বন্যা কবলিত মানুষদের জন্য মেডিকেল ক্যাম্প কাজ করছে। পানীয় জলের একটু সমস্যা থাকলেও, আমরা জল এবং শুকনো খাবার পৌঁছে দিচ্ছি।এখানকার মানুষের দুর্দশা আমরা অনুভব করছি। এখনো পর্যন্ত প্রায় চার হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here