টালা সেতু ভাঙার জের, এলাকায় নতুন পথ-ব্যবস্থা চালু করল পুলিশ

0
543

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ১৪ ই, মার্চ ::
কলকাতা :: টালা সেতু ভাঙার আগে থেকেই সাধারণ পথ চলতি মানুষের ভোগান্তি শুরু হয়েছে৷ সেই ভোগান্তি কমাতে এবার পুলিশ চালু করল নতুন পথ-ব্যবস্থা৷

নতুন নিয়ম অনুযায়ী, সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডানলপ থেকে শ্যামবাজারগামী সব রকম গাড়ি লকগেট ফ্লাইওভার দিয়ে যাবে৷ অন্যদিকে শ্যামবাজার থেকে ডানলপগামী সব বাস, মিনিবাস, গাড়ি নতুন সার্ভিস রোড হয়ে খগেন চ্যাটার্জি স্ট্রিটে যাবে৷ সেখান থেকে চিড়িয়ামোড় হয়ে বিটি রোডে উঠতে হবে৷ তবে ছোট গাড়ি চিৎপুর ব্রিজ দিয়েও যেতে পারবে৷

আবার, দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত শ্যামবাজার থেকে ডানলপগামী বাস, মিনিবাস, ছোটগাড়ি লকগেট ফ্লাইওভার দিয়ে যাবে৷ কিন্তু সেই সময় পণ্যবাহী বড় গাড়ি লকগেট ফ্লাইওভার দিয়ে যেতে পারবে না৷ পণ্যবাহী গাড়িগুলি সব নতুন সার্ভিস রোড দিয়ে যাবে৷
এই সময় অন্যগাড়িগুলি চিড়িয়া মোড় থেকে খগেন চ্যাটার্জি হয়ে চিৎপুর ব্রিজ হয়ে শ্যামবাজার আসবে। আবার কোনও কোনও বাস ও গাড়ি পাইকপাড়া হয়ে মিল্ক কলোনি হয়ে বেলগাছিয়া ব্রিজ দিয়ে শ্যামবাজারে আসবে।

১ ফ্রেব্রুয়ারি থেকে টালা সেতুতে যান চলাচল সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওযা হয়েছিল৷ তার জন্য ওই ব্রিজের উপর দিয়ে যাতায়াতকারী সমস্ত যানবাহন নিয়ন্ত্রিত করা হয়৷ বিকল্প রাস্তার কথা জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল কলকাতা ট্রাফিক পুলিশ৷

উত্তরমুখী বাস ও মিনিবাস যে পথে- ১)চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে আসা বাস, মিনিবাস জেএম অ্যাভিনিউ-গিরিশ অ্যাভিনিউ-কেভিভি অ্যাভিনিউ দিয়ে লকগেট ফ্লাইওভার ধরে বিটি রোডে যাবে।

২)বিধান সরণি /এপিসি রোড ধরে আসা কিছু বাস,মিনিবাস শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে ভূপেন বসু অ্যাভিনিউ গিরিশ অ্যাভিনিউ থেকে কে ভি ভি অ্যাভিনিউ দিয়ে লকগেট ফ্লাইওভার ধরে বিটি রোড যাবে৷ আবার শ্যামবাজার হয়ে উত্তরের গালিফ স্ট্রিট হয়ে লকগেট ফ্লাইওভার ধরবে৷

৩)সল্টলেক, ভিআইপি রোড, রাজারহাটগামী বাস-মিনিবাস যথারীতি বেলগাছিয়া রোড, বেলগাছিয়া ব্রিজ ধরে চলাচল করবে৷

উত্তরমুখী ছোট যানবাহন যে পথে- ১)চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে আসা ছোট গাড়ী জে এম অ্যাভিনিউ-গিরিশ অ্যাভিনিউ-কেভিভি অ্যাভিনিউ দিয়ে লকগেট ফ্লাইওভার ধরে বিটি রোডে যাবে৷ অথবা কাশিপুর রোড ধরে বিটি রোড যেতে পারে৷

) বিধান সরণি /এপিসি রোড ধরে আসা কিছু ছোট গাড়ি শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে ভূপেন বসু অ্যাভিনিউ গিরিশ অ্যাভিনিউ থেকে কে ভি ভি অ্যাভিনিউ দিয়ে লকগেট ফ্লাইওভার ধরে বিটি রোড যাবে৷ অথবা কাশিপুর রোড ধরে বিটি রোড যেতে পারে৷

৩)বিধান সরণী /এপিসি রোড ধরে আসা ছোট গাড়ি উত্তরে গালিফ স্ট্রীট দিয়ে লকগেট ফ্রাইওভার ধরে বিটি রোড যাবে৷ অথবা কাশিপুর রোড ধরে বিটি রোড যেতে পারে৷

দক্ষিণমুখী (কলকাতা মুখী)বাস-মিনিবাস যে পথে চলবে- বিটিরোড থেকে চিড়িয়ামোড় হয়ে দমদম রোড। ৭ নম্বর ট্যাঙ্ক- নর্দান অ্যাভিনিউ-রাজামণীন্দ্র রোড-মিল্ক কলোনি-বেলগাছিয়া রোড হয়ে শ্যামবাজার পাঁছ মাথার মোড়ে৷

এ ছাড়া কিছু বাস মিনিবাস বিটি রোড থেকে পাইক পাড়া মোড় হয়ে রাজা মণীন্দ্র রোড-মিল্ক কলোনি-বেলগাছিয়া রোড হয়ে শ্যামবাজারের পাঁচ মাথা মোড়ে যাবে৷

দক্ষিণমুখী (কলকাতা মুখী) ছোট গাড়ি যে পথে চলবে- ১) বিটি রোড থেকে আসা দক্ষিণমুখী ছোট গাড়ি চিড়িয়ামোড় থেকে খগেন চ্যাটার্জী রোড ধরে কাশিপুর রোড ও গিরিশ অ্যাভিনিউ হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে শ্যামবাজার পাঁছ মাথার মোড়ে যাবে৷

২) বিটি রোড থেকে আসা দক্ষিণমুখী ছোট গাড়ি পাইক পাড়া হয়ে রাজা মনীন্দ্র রোড হয়ে মিল্ক কলোনি-বেলগাছিয়া ব্রিজ হয়ে শ্যামবাজারের পাঁচ মাথা মোড়ের দিকে যেতে পারে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here