তিনটি বাহিনীর মিলিয়ে সংযুক্ত কমান্ড তৈরি হতে চলেছে।

0
581

নিজস্ব সংবাদদাতা::২৪ ঘণ্টা লাইভ::৫ ম ফেব্রুয়ারি:: স্থল, নৌ ও বিমানবাহিনীকে মিলিয়ে সংযুক্ত কমান্ড তৈরি হতে চলেছে দেশের সবক’টি প্রান্তে। এই সংযুক্ত কমান্ডের অধীনে তিন বাহিনীর সমস্ত অস্ত্রশস্ত্র, যানবাহন ও লোকবল একই ছাতার তলায় নিয়ে আসা হবে। দেশের সামরিক বাহিনীর যুদ্ধকালীন প্রস্তুতি আরও বাড়াতেই এই কাঠামোগত পরিবর্তন আনা হচ্ছে। মঙ্গলবার চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এই কাঠামোগত পরিবর্তনের কথা জানান।

এদিন রাওয়াত বলেন, ‘‘সামরিক বাহিনীর খরচ কমিয়ে আনতে, লোকবল সংহত করতে এবং তিনটি বাহিনীকে একটি সংযুক্ত ও অবিচ্ছিন্ন সশস্ত্র বাহিনীতে পরিণত করতেই ‘ইন্টিগ্রেটেড মিলিটারি কমান্ড’ তৈরি করা হচ্ছে।’’ এখন ভারতের সশস্ত্র বাহিনীর তিন ভাগে বিভক্ত হয়ে কাজ করে। দেশের বিভিন্ন অংশে স্থলসেনা, নৌসেনা ও বিমান বাহিনীর আলাদা আলদা কমান্ড রয়েছে। যুদ্ধের সময় একমাত্র এদের মধ্যে একটা সমন্বয় তৈরি করা হয়। এখন দেশের সব প্রান্তেই তিনটি বাহিনীর সমস্ত শক্তিকে একজায়গায় এনে ‘থিয়েটার কমান্ড’ তৈরি করা হবে। বিশ্বের বড় দেশগুলি এইরকম ‘থিয়েটার কমান্ড’ ব‌্যবস্থার মধ্যে দিয়েই সামরিক বাহিনীকে পরিচালনা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here