দিঘার সমুদ্রতটে মৃত ডলফিন উদ্ধার।

0
558

নিজস্ব সংবাদদাতা::২৪ ঘণ্টা লাইভ::৩০ জানুয়ারি:: দীঘা:: দিঘার সমুদ্র সৈকতে ভেসে উঠল ডলফিনের মৃতদেহ। বুধবার দুপুরে সেটি চোখে পড়ে স্থানীয়দের।পচন ধরায় তা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে সি হক ঘোলা সৈকত এলকায়।

৪-৫ দিন আগে মরা ডলফিনটি জোয়ারে ভেসে এসে বালুচরে আটকা পড়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। দিঘার সৈকতে দিনে দিনে বিভিন্ন প্রজাতির ডলফিনের মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন পরিবেশবিদরা।

দিঘা মোহনা এবং ওড়িশার কীর্তিনিয়া মোহনায় অবাধে বিচরণ করে ডলফিন ও শুশুক। জেলেদের জালে আটকা পড়ে এই ডলফিনটি মারা যেতে পারে বলে দাবি স্থানীয়দের। এদিন মৃত ডলফিনটিকে দেখার জন্য ভিড় জমে যায় পর্যটকদের। শুরু হয়ে ছবি তোলার হিড়িকও। বন দপ্তরকে খবর দেওয়া হলেও বিকেল পর্যন্ত কারো দেখা মেলেনি বলে স্থানিয়রা জানিয়েছে।
উল্লেখ্য, ডলফিনের এই মৃত্যুর জন্য কোনও একটা কারণকে দায়ী করছেন না সমুদ্র জীব গবেষকরা। এই বিরল সামুদ্রিক জীবের বিপন্নতার কারণ হিসেবে উঠে আসছে, সমুদ্রের নাব্যতা কমে যাওয়া, জলের লবণাক্ততা বেড়ে যাওয়া, লঞ্চ–ট্রলারের অনিয়ন্ত্রিত বিচরণ, দূষণ বেড়ে যাওয়া, আধুনিক নগরোন্নয়নের মতো বিভিন্ন কারণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here