দিল্লির ছাওলায় ৮৬ বছরের বৃদ্ধাকে ধর্ষণ – আটক যুবক

0
234

কুমার পঙ্কজ :: ২৪ ঘন্টা লাইভ :: ১৫ই,সেপ্টেম্বর :: নয়াদিল্লি :: দিল্লি কমিশন ফর উইমেন-এর প্রধান স্বাতি মালিওয়াল বিবিসি’কে বলেন, সোমবার সন্ধ্যার দিকে ওই বৃদ্ধা তার বাড়ির বাইরে দুধওয়ালার জন্য অপেক্ষা করছিলেন। সে সময় ওই যুবকের সঙ্গে তার দেখা হয়। যুবকটি বৃদ্ধাকে বলেন, দুধওয়ালা আসবে না। কাছেই একটি জায়গা আছে সেখানে গেলে দুধ পাওয়া যেতে পারে।”বৃদ্ধা যুবকের কথা বিশ্বাস করে তার সঙ্গে রওয়ানা হয় বলে জানান স্বাতি।

এরপর ওই যুবক কাছের একটি খামারে নিয়ে গিয়ে বৃদ্ধাকে ধর্ষণ করে। বৃদ্ধা কান্নাকাটি করে তাকে ছেড়ে দিতে বলেছিলেন। বলেছিলেন, তিনি তার দাদীর বয়সী। কিন্তু সে অনুরোধে কান না দিয়ে যুবকটি তাকে ধর্ষণ করে। বৃদ্ধা বাধা দিতে চেষ্টা করলে তাকে মারধর এবং নির্যাতনও করা হয়। শারিরীক অত্যাচারে বৃদ্ধার রক্তক্ষরণও হয়েছে । স্থানীয় কয়েকজন গ্রামবাসী খামারের পাশ দিয়ে যাওয়ার সময় বৃদ্ধার চিৎকার শুনতে পেয়ে তাকে উদ্ধার করে এবং অভিযুক্তকে পাকড়াও করে পুলিশে দেয়।

বিবিসি জানায়, স্বাতি বৃদ্ধার অবস্থা দেখতে মঙ্গলবার ছাওলায় তার বাড়িতে গিয়েছিলেন। বৃদ্ধার শারীরিক ও মানসিক অবস্থা দেখে তার ‘হৃদয় ভেঙে গেছে’ বলে জানান স্বাতি। তিনি বলেন, ‘‘বয়সের ভারে তার হাতের চামড়া পুরো কুঁচকে গেছে। তার সঙ্গে যা ঘটেছে সেটা শোনার পর আমরা হতবাক হয়ে গেছি। তার মুখে ও সারা শরীরে কালশিরা পড়ে গেছে।

শারিরীক অত্যাচারে বৃদ্ধার রক্তক্ষরণও হয়েছে জানিয়ে স্বাতি বলেন, তিনি (বৃদ্ধা) ভয়ঙ্কর ট্রমার মধ্যে আছেন। স্বাতি বিচারে ধর্ষণকের মৃত্যুদণ্ড দাবি করে ক্ষোভের সঙ্গে বলেন, ‘‘ওই ব্যক্তি মানুষ না।আমি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং নগরীর লেফ্টেন্যান্ট-গভর্ণরকে চিঠি লিখে মামলাটির দ্রুত বিচার করার অনুরোধ জানাতে যাচ্ছি। যাতে ছয় মাসের মধ্যে তার ফাঁসি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here