নিকাশি সমস্যা নিয়ে পথ অবরোধ করলেন সাঁকরাইলের কুলটিকরী গ্রামের বাসিন্দারা

0
141

রামকৃষ্ণ পাল ::২৪ঘন্টা লাইভ ::১২ই জুন :: ঝাড়গ্রাম

দিনের পর দিন বৃষ্টির ফলে নিকাশি ব্যবস্থা একপ্রকার বেহাল হয়ে পড়েছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের কুলটিকরী এলাকার। এই পরিস্থিতিতে কুলটিকরী গ্রামের বাচ্চু সাউ নামে এক ব্যক্তি রাস্তার ধারে ড্রেন তৈরি করে জল নিকাশির ব্যবস্থা করার চেষ্টা করেন। কিন্তু ড্রেন তৈরিতে বাধা দেন ঝাড়েশ্বর পৈড়া নামে অন্য এক ব্যক্তি। পরে ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসী এবং ঝাড়েশ্বর পৈড়ার মধ্যে তৈরি হয় তুমুল বচসা। নিকাশি ব্যবস্থা করার দাবিতে পথ অবরোধ শুরু করেন গ্রামবাসীরা।

পরবর্তী সময়ে সাঁকরাইল থানার পুলিশ এসে আশ্বাস দেওয়ার পর উঠে অবরোধ। তবে এদিন সাঁকরাইল থানার পুলিশ পদক্ষেপ ছিল খুবই প্রসংশনীয়। কারণ ঘটনার কিছুক্ষণের মধ্যে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা কমানোর জন্য পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরা বর্তমান পরিস্থিতিতে সাময়িক জল নিকাশি চালানোর ব্যবস্থা করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আগামী দিনে এলাকার জল নিকাশির স্থায়ী সমাধানের আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here