পশ্চিমবঙ্গে ভবঘুরেদের করোনা পরীক্ষা শুরু হচ্ছে

0
215

পশ্চিমবঙ্গে ভবঘুরেদের করোনা পরীক্ষা শুরু হচ্ছে

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ ঘন্টা লাইভ :: ১৭ই,আগস্ট :: কোলকাতা :: পশ্চিমবঙ্গে ভবঘুরে লোকদের করোনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। ভবঘুরে লোকজনের করোনা পরীক্ষার পর যদি দেখা যায় তারা সংক্রমিত, তবে তাদের হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

এই লক্ষ্যে কলকাতাসহ রাজ্যের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া জেলার পৌরসভাগুলোকে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে। রাজ্যের ভবঘুরেদের করোনা পরীক্ষার পাশাপাশি তাদের মধ্যে বিলানো হবে মাস্ক ও সেনিটাইজার।ভবঘুরেদের শনাক্ত করে তাদের করোনা পরীক্ষার জন্য রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরকে যুক্ত করা হয়েছে। তারা ছাড়া এই কাজে আরও যুক্ত হয়েছে এলাকার পৌরসভাগুলো।

পশ্চিমবঙ্গে প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। করোনা রুখতে রাজ্যের বিভিন্ন হাসপাতালে আইসিসিইউর শয্যাসংখ্যা বাড়ানো হয়েছে। রাজ্যে ৯৪৮টি আইসিসিইউ শয্যা থেকে বাড়িয়ে করা হয়েছে ১ হাজার ২৪৩ টি।পাশাপাশি বাড়ানো হয়েছে ভেন্টিলেটরের সংখ্যাও। এই সংখ্যা ৭১৫ থেকে করা হয়েছে ৭৯০ টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here