পশ্চিম মেদিনীপুর – বাঁকুড়া সীমান্ত এলাকায় মাওবাদী পোস্টার কে ঘিরে এলাকায় চাঞ্চল্য!

0
150

কল্যান মন্ডল::২৪ঘন্টা লাইভ ::১১ই জুন :: পশ্চিম মেদিনীপুর :: আবারো জঙ্গলমহলে মাওবাদী নামাঙ্কিত পোস্টারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে। গোয়ালতোড় এর কেশিয়া গ্রামে হঠাৎই গ্রামের সাধারণ মানুষ লক্ষ্য করে মাওবাদী নামাঙ্কিত কয়েকটি পোস্টার।গোয়ালতোড়ের কেসিয়া গ্রামের শেষ প্রান্তে একটি বাড়ির কাছে  সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা কয়েকটি পোস্টার পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। পরে থানায় খবর দেওয়া হলে,

গোয়ালতোড় থানার পুলিশ এসে পোস্টার গুলি উদ্ধার নিয়ে যায়। প্রসঙ্গত বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের সীমান্তবর্তী গ্রাম কেসিয়া। আর এই গ্রামটি জঙ্গলমহলের অধ্যুষিত হওয়ায়, পোস্টার উদ্ধার করাকে ঘিরে স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তবে গ্রামবাসীদের কোনভাবেই উত্তেজিত না হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সেই সঙ্গে এই পোস্টারের সাথে, মাওবাদীদের আদৌ কোনো রকম যোগসাজশ তা এখন ও জানা যায় নি |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here