পুজোর আগেই ভাতা পাবেন এই রাজ্যের পুরোহিতরা – ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
255

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ১৪ই,সেপ্টেম্বর :: কোলকাতা :: রাজনৈতিক মহলের দাবি, বিধানসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক দিলেন তৃণমূল নেত্রী।পুরোহিতদের ভাতার সঙ্গে বাংলা অবস্ যোজনায় বাড়িও দেবে দিদির তৃণমূল সরকার । মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, দুর্গাপুজোর সময় থেকেই রাজ্যের আট হাজার পুরোহিত প্রতি মাসে ১০০০ টাকা করে ভাতা পাবেন। পরবর্তী সময় এই সংখ্যাটা আরও বাড়বে। শুধু ভাতাই নয়, আর্থিকভাবে পিছিয়ে থাকা পুরোহিতদের ‘বাংলা আবাস যোজনা’য় ঘর করে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।

এ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ওয়াকফ বোর্ডের তরফে মোয়াজ্জেমদের ভাতা দেওয়া হয়। হিন্দু ধর্মের পুরোহিতদেরও পাশে দাঁড়াচ্ছে রাজ্য। তাঁদের সঙ্গে চারবার বৈঠক করেছি আমরা। তাঁদের দুরবস্থার কথা আমাকে জানিয়েছেন।” তবে এর পিছনে গূঢ় রাজনৈতিক কারণ দেখছে ওয়াকিবহাল মহল। কিন্তু এ নিয়ে মুখ্যমন্ত্রীর সাফ কথা, “এর পিছনে কেউ অন্য কারণ দেখবেন না। খ্রিষ্ট ধর্মের যাজক, পাদরিরা চাইলে তাঁদের পাশেও দাঁড়াবে রাজ্য সরকার।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পুরোহিত ভাতা ঘোষণার পরই ফলাও করে জানিয়ে দেন, এর মধ্যে অন্য কোনও কারণ খোঁজার চেষ্টা করবেন না। অনেক পুরোহিত রয়েছে যাঁরা নিয়মিত কাজের বরাত পান না। তাঁদের দিন চলে খুব কষ্টের মধ্যে। তাঁদের কথা চিন্তা করেই তিনি সামান্য ভাতা দেওয়া বন্দোবস্ত করেছেন। এবং মাতা গোঁজবার একটা ঠাঁই দেওয়ার চেষ্টা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here