পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে উৎসব এর দিনগুলি জঙ্গলে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে

0
261

রামকৃষ্ণ পাল :: ২৪ ঘন্টা লাইভ :: ২৬শে এপ্রিল :: ঝাড়গ্রাম :: নয়াগ্রাম ব্লকের চাঁদাবিলা রেঞ্জের জঙ্গলে গিয়ে পশু-পাখিকে তীর বিদ্ধ করে হত্যা করে তারা বাড়ী নিয়ে এসে আনন্দ উপভোগ করেন আদিবাসী সমাজের মানুষেরা। খড়গপুর বনদপ্তরের পক্ষ থেকে ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সর্বস্তরের মানুষকে শিকার উৎসব এর দিনগুলি জঙ্গলে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে পশুপাখিদের নির্বিচারে হত্যা করতে নিষেধ করা হয়েছে

নয়াগ্রামের চাঁদাবিলা রেঞ্জের এলাকার জঙ্গলের প্রবেশ পথে পুলিশ ও বন দফতরের কর্মীরা কড়া নজরদারি শুরু করেছে। আজ সকাল থেকেই পুলিশ ও বন দপ্তরের কর্মীদের চোখে ফাঁকি দিয়ে বেশ কিছু এলাকায় আদিবাসী মানুষেরা জঙ্গলের ভিতরে ঢুকে শিকার উৎসব উপলক্ষে জঙ্গলে থাকা পশু ,পাখি দের নির্বিচারে তিরবিদ্ধ করতে শুরু করেছিল কিন্ত মেরে ফেলতে পারেনি। আদিবাসী সমাজের মানুষদের শিকার উৎসবে জঙ্গলে না যাওয়ার জন্য আবেদন করেছে পুলিশ ও বন বিভাগের আধিকারিকরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here