হয় মুখে মাস্ক দিন না হলে 500 টাকা ফাইন দিন।

0
173

রামকৃষ্ণ পাল :::২৪ঘন্টা লাইভ :::২৫ই,এপ্রিল :: ঝাড়গ্রাম :: হয় মুখে মাস্ক দিন না হলে 500 টাকা ফাইন দিন। আরপিএফ এর তরফ এ এমনই প্রচার চালানো হচ্ছে প্রত্যেকটা স্টেশন জুড়ে। করোনা কে রুখতে এবার সরাসরি রেল পুলিশকে কাজে লাগানো হচ্ছে রেলের তরফ থেকে। ” ক্যাম্পাইনিং ফোর রিভারস ” ব্যানারে এই প্রচারের কাজ শুরু করেছে রেল পুলিশ |

গিধনী, সরডিহা, খেমাশুলি, ঝাড়গ্রাম, সমস্ত স্টেশনে ট্রেন ঢোকা এবং বেরোনোর আগে এই প্রচার অভিযান চালানো হচ্ছে। কোভিড আতঙ্কের কিছু নয়। শুধুমাত্র সাবধানতা অবলম্বন করতে হয়। রেল স্টেশনের বাইরে যে সমস্ত এলাকা আছে সেখানেও মানুষদের বোঝানো হচ্ছে সবাই যাতে মাস্ক  ব্যবহার করেন, দূরত্ব বিধি মেনে চলেন, এতেই একমাত্র করোনা থেকে মুক্তি পাওয়া যাবে।

যারা মাস্ক স্যানিটাইজার আনছেন না, তাদেরকে মাস্ক স্যানিটাইজার এ সমস্ত কিছুই প্রদান করা হচ্ছে। পাশাপাশি যারা ট্রেনে চাপার জন্য এসেছেন তাদেরকে স্পষ্টতই হুঁশিয়ারি দেয়া হচ্ছে আজকে প্রথমবার তাদেরকে ছেড়ে দেয়া হলেও, এরপর ট্রেনে যদি বিনা মাস্কে তাদের দেখা যায় সঙ্গে সঙ্গেই 500 টাকা তাদের ফাইন করা হবে।

ট্রেনে ভ্রমণ করা কালীন কেউ যদি অসুস্থ বোধ করে সঙ্গে সঙ্গে ওয়ান থ্রি নাইন(১৩৯) এ ডায়াল করতে অনুরোধ করা হচ্ছে।
ফ্লেক্স, প্ল্যাকার্ড নিয়ে বাইরে সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে তারা যেন সবসময় মাস্ক স্যানিটাইজার ব্যবহার করেন।
কোভিড কে অাটকাতে রেল পুলিশের এই সচেতনতা প্রচারকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here