বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের যৌনপল্লিতে ত্রান বিতরণ করলেন “আশার আলো” নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

0
615

নরেশ ভকত :: স্পট নিউজ ব্যুরো :: ২৬শে এপ্রিল :: বাঁকুড়া :: লক ডাউনে বন্ধ রুজিরোজগার। সন্ধ্যে হলেই যেখানে খদ্দেরদের আনাগোনা থাকতো কিন্তু আর খদ্দেরদের দেখানেই। চারিদিকে তাকিয়ে দেখলে কেমন যেন খাঁ খাঁ করছে এই বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের গোপালগঞ্জের যৌনপল্লি। খদ্দেরদের দেখা নেই ফলে চুড়ান্ত সমস্যায় পড়েছেন গোপালগঞ্জ এলাকার শতাধিক যৌন কর্মীরা।

বিশেষ সূত্রে খবর পেয়ে গোপালগঞ্জ এলাকার যৌনকর্মীদের পাশে দাঁড়ালেন “আশার আলো” নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। আজ ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্নধার মলয় মুখার্জীর নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী পৌঁছে যান এই যৌনপল্লিতে। যৌনকর্মীদের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, আলু, মুড়ি, বিস্কুট, সাবান সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী। অসময়ে আশার আলোর এই সাহায্য পেয়ে স্বাভাবিক ভাবেই আশার আলো দেখছেন গোপালগঞ্জ এলাকার যৌনকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here