বাঁকুড়ায় করোনা সংক্রমন রুখতে স্বয়ং যমরাজ রাস্তায় নামলেন।

0
588

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ২৯শে এপ্রিল :: বাঁকুড়াঃ:: করোনা সংক্রমন রুখতে দেশ জুড়ে জারি রয়েছে লক ডাউন। সেই সময় বাঁকুড়া জেলার প্রাচীন শহররের রঘুনাথ সায়ের এলাকার বাসিন্দা কৃষ্ণকান্ত লোহার জমরাজের পোশাক পরে কাঁধে গদা নিয়ে বিষ্ণুপুর শহরের অলিতে গলিতে ঘুরতে থাকে ।

রাস্তায় দাঁড়িয়ে থাকা ভীড় করে থাকা মানুষকে ধমক দিয়ে অট্টহাসি হেঁসে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিলেন।পথ চলতি মানুষকে করোনা সচেতনতার দাওয়াই দিলেন তিনি। যারা অকারনে বাড়ির বাইরে বেড়িয়েছেন তাদের বাড়িতে থাকার ও মাস্ক পরার কড়া বার্তা দিলেন তিনি।এমনকি শহরের বাড়ির দরজায় দরজায় গিয়ে কড়া নেড়ে অপ্রয়োজনে বাড়ির বাইরে না বেরোনোর বার্তা দিলেন মৃত্যুপুরীর রাজা।

এই লকডাউন পরিস্থিতিতে আর পাঁচটা শহরের মতো বাঁকুড়ার বিষ্ণুপুর শহরেও কারনে অকারনে রাস্তায় নেমে পড়ছে অসংখ্য মানুষ। অবাধ্য জনতাকে ঘরে ফেরাতে গিয়ে নাকাল পুলিশ ও প্রশাসনও। এবার সেই অবাধ্য জনতাকে গৃহবন্দী রাখতে কৃষ্ণকান্ত বাবু স্বয়ং যমরাজ সেজে রাস্তায় নেমেছেন। এবং যমরাজের বেস ধরে করোনার সচেতনতা মূলক বার্তা দিচ্ছেন সাধারণ মানুষকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here