লক ডাউন পরিস্থিতিতে গরীব মানুষের পাশে দাঁড়ালো মহিলা তৃণমূল কংগ্রেস।

0
550

নরেশ ভকত :: ২৪ঘন্টা লাইভ :: ৩০শে এপ্রিল :: বাঁকুড়াঃ :: এই লকডাউন পরিস্থিতিতে সবচেয়ে বেশী সমস্যায় পড়ছেন দিন আনা, দিন খাওয়া প্রান্তিক মানুষ গুলি। সরকারী-বেসরকারী নানা উদ্যোগে তাদের পাশে দাঁড়ালেও তা পর্যাপ্ত নয়। এবার সেই সব মানুষের পাশে দাঁড়ালো মহিলা তৃণমূল কংগ্রেস।

বৃহস্পতিবার মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাঁকুড়ার রানীবাঁধের বড়ডাঙ্গা গ্রামে প্রায় ৬০ টি শবর ও আদিবাসী পরিবারের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হলো। লক ডাউনের অন্যতম শর্ত ‘সামাজিক দূরত্ব’ মেনে গ্রামের মানুষ খাবার সংগ্রহ করেন। এই উদ্যোগে খুশি বড়ডাঙ্গার মানুষও।

এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা যুব তৃণমূলের কার্যকরী সভাপতি বিদ্যুৎ দাস। তিনি বলেন, লক ডাউনের দিন গুলিতে এই ধরণের উদ্যোগ ধারাবাহিকভাবে চালানো হবে। যাতে একজন মানুষের খাবারের সমস্যায় পড়তে না হয় তা তারা নিশ্চিত করতে চাইছেন বলে তিনি জানান।

জেলা মহিলা তৃণমূল নেত্রী মৌ সেনগুপ্ত বলেন, করোনা যুদ্ধে জিততে এই মুহূর্তে সবার লক ডাউন মেনে চলা উচিৎ। তাই আমরা সবাইকে বলছি, আপনারা বাড়িতে থাকুন, খাবার নিয়ে আমরা আপনাদের কাছে পৌঁছে যাবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here