বাঁকুড়ায় লক্ষীর ভান্ডারে নাম নথিভুক্ত করতে লম্বা লাইন।

0
137

নরেশ ভকত::২৪ঘন্টা লাইভ ::১৭ই অগাস্ট :: বাঁকুড়া :: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত আজ 16 ই আগস্ট সারা রাজ্যের সাথে সাথে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই-১ নম্বর অঞ্চলের আকুই হাইস্কুলে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। কর্মসূচির প্রথম দিনেই এলাকার মানুষ নাম নথিভুক্ত করার জন্য হাজির হয়েছেন আকুই হাইস্কুলে। দুয়ারে সরকার প্রকল্পে স্বাস্থ্যসাথী, খাদ্য সাথী, জয় জোহার, কন্যাশ্রী, রূপশ্রী সহ ১৮ টা দপ্তরে নাম নথিভুক্ত করার কাজ চলছে তার মধ্যে লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য মহিলাদের লম্বা লাইন চোখে পড়ার মতো।

লক্ষী ভান্ডারে নাম নথিভুক্ত করতে আসা মহিলারা বলেন, দিদির এই কর্মসূচিকে আমরা স্বাগত জানায়। মাসে 500 টাকা করে পেলো আমাদের অনেকটা কাজে লাগবে। বিশেষ করে, বাড়িতে হাত খরচার জন্য কোন হাত পাততে হবে না। তাই আমরা দিদিকে এই প্রকল্পের জন্য ধন্যবাদ জানাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here