বিজেপির পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি আটকে দিল পুলিশ, পথে বসে বিক্ষোভ দেখালেন বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় সহ নেতা কর্মীরা।

0
133

নরেশ ভকত::২৪ঘন্টা লাইভ ::১৭ই অগাস্ট :: বাঁকুড়া :: বিষ্ণুপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে ‘পশ্চিমবঙ্গ বাঁচাওদিবস’ এক বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়।এদিন ওই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্তি, জেলা যুব সভাপতি সুশান্ত দাঁ, ওন্দা বিধায়ক অমরনাথ শাখা, কোতুলপুর বিধায়ক হরকালী প্রতিহার সহ জেলা কিমিটির সদস্য ও মহিলা মোর্চার নেত্রীরা।

বিষ্ণুপুর কলেজ রোডের বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল করে মহকুমাশাসকের দফতরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।তবে ওই মিছিল বা বিক্ষোভ কর্মসূচির কোনো প্রশাসন অনুমতি না থাকায় পথে রবীন্দ্র স্ট্যাচুর কাছে বিশাল পুলিশ বাহিনী ওই মিছিল আটকে দেয়। পুলিশের বাধা পেয়ে রাজু বন্দ্যোপাধ্যায় সহ সব নেতা নেত্রীরা সেখানেই পথের উপর বসে পড়ে বিক্ষোভ দেখান।

Advertisement 8240054075

সাংবাদিকদের মুখোমুখি হয়ে
বিজেপির রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ ১৬ আগস্ট সেই দিন যেদিন পরিকল্পিতভাবে গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। আজকের দিনটাকে মুখ্যমন্ত্রী খেলা হবে দিবস বলে কী বার্তা দিতে চাইছেন? বিজেপি মিটিং মিছিল করলেই সেটা বেআইনি হয়ে যায়। তৃণমূল যেখানে সেখানে মিটিং মিছিল করতে পারে। মানুষ এই অন্যায় মেনে নেবেনা’। এদিন পুলিশ বিক্ষোভকারীদের প্রতিকি গ্রেফতার করার পর রাজু বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যদের জামিনে মুক্তি দেয়’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here