বাঁকুড়া পৌরসভার পানীয় জলের ট্যাপ থেকে নোংরা কাদা জল বেরোনোর অভিযোগ পথ অবরোধ ।

0
284

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ২রা,জুলাই :: বাঁকুড়াঃ :: পৌরসভার পানীয় জলের ট্যাপ থেকে গত তিন মাস ধরে নোংরা কাদা জল বেরোচ্ছে। তাই নোংরা কাদা জল বেড়োনোর অভিযোগে রাস্তায় বাঁশ ফেলে মোটরসাইকেল আড়াআড়ি দাঁড় করিয়ে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে পথ অবরোধ করলেন এলাকারবাসী। বাঁকুড়া পৌরসভার 2,5,6,7 নম্বর ওয়ার্ডের ইন্দারাগোড়া এলাকার ঘটনা।

অবোরাধকারীর দাবী, অবিলম্বে পরিস্কার পানীয় জল সরবরাহ করা হোক। এলাকাবাসীর অভিযোগ, বাঁকুড়া পৌরসভার ৫ ওয়ার্ডে পানীয় জলের ট্যাপ থেকে গত তিন মাস ধরে কাদা মিশ্রিত কালো পানীয় জল আসছে। সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন এলাকার বাসিন্দারা। এই ঘটনা বারবার পৌরসভা ও স্থানীয় কাউন্সিলর কে জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ। সেই কাদা কালো জল গ্লাসে বালতিতে ভরে প্রতিবাদে রাস্তায় নামলেন এলাকায় মানুষ।

অবরোধকারীদের দাবি অবিলম্বে পরিস্কার পানীয় জল দেওয়ার ব্যবস্থা করতে হবে। তা না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here