বাদল অধিবেশনের শেষেই করোনা আক্রান্ত উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু !

0
304

কুমার পঙ্কজ :: ২৪ ঘন্টা লাইভ :: ২৯শে সেপ্টেম্বর :: নয়াদিল্লি :: ‘ভারতের উপরাষ্ট্রপতি রুটিন করোনা টেস্ট করিয়েছিলেন। সেখানেই তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। তবে, তাঁর কোনও উপসর্গ নেই। শরীরও যথেষ্ট ভালো আছে। বর্তমানে তিনি হোম কোয়ারানটিনে রয়েছেন। তাঁর স্ত্রী উষা নাইডুর রিপোর্ট নেগেটিভ এসেছেন। তবে, তিনিও সেলফ আইসোলেশনে রয়েছেন।’

৭১ বছর বয়সী ভেঙ্কাইয়া নাইডুকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাঁর স্ত্রী উষা নাইডুর রিপোর্ট নেগেটিভ এসেছে, তবে তিনি স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন।

তবে করোনা আবহে স্বস্তির খবর এটাই যে দেশে করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী। মঙ্গলবার দেশজুড়ে একদিকে যেমন অনেকটাই কমেছে নতুন করে সংক্রমিতের সংখ্যা, তেমনি কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে ৭০ হাজার ৫৮৯ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here