বিজেপির মহিলা মোর্চার তরফ থেকে সল্টলেকের স্বাস্থ্যে ভবনে ডেপুটেশন

0
240

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ২৮শে জুলাই :: সল্টলেক :: আজ বিজেপির মহিলা মোর্চার তরফ থেকে সল্টলেকের স্বাস্থ্যে ভবনের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীর কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়।এই ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন অগ্নিমিত্রা পাল।চার জনের প্রতিনিধি দল গিয়ে দেখা করেন এবং বেশ কিছু সাজেশন দেন বলে তার দাবি।

অগ্নিমিত্রা পাল জানান অমানবিক পরিস্থিতি যেগুলো তৈরি হচ্ছে সেগুলো জানানো হয়েছে।আমরা কয়েকটা আইডিয়া দিয়েছি সেটা নিয়ে কাজ করা উচিত।রাজ্যের স্বাস্থ্য দফতরের ওয়েবসাইট এ দেখা যাচ্ছে বেড রয়েছে কিন্তু রুগী গেলে বলছে বেড নেই এটা কেন হবে।কোভিট পেশেন্ট সরাসরি হাসপাতালে যেতে পারবে না ওখানে একটা টোল ফ্রি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করে আলট করলে পাবে।এটা আমাদের কারো জানা ছিল না।

বলা হয়েছে এই নাম্বার টাকে বিজ্ঞাপনে দিন যাতে সবাই জানতে পারে।দ্বিতীয় সাজা দেওয়া ।যাদের জন্য এই অমানবিক ঘটনা গুলো ঘটছে মানুষ মারা যাচ্ছে তাদের সাজা দিতে হবে।কারণ এই রাজ্যে শাস্তি বলে জিনিস নেই।তাই আমরা বলেছি যাদের জন্য প্রাণ গেছে তাদের শাস্তি দিতে হবে।তৃতীয় কোথায় কোথায় টেস্ট হচ্ছে কেউ জানে না।উনি বলেছেন আজ সেই তথ্য ওয়েবসাইট এ দিয়ে দেবে।

হতে পারে আমরা ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার তরফ থেকে এসেছি আমরা সরকারের বিরোধী পার্টি।আজ আমরা এখানে এসেছি বাংলার মানুষ হিসাবে।আমরা হাতে হাত লাগিয়ে কাজ করতে চাই।আমরা অনেকে এই প্রস্তাব দিয়েছি যে আপনি বলুন আমরা কি কাজ করতে পারি।আমার সমস্ত মহিলা মোর্চার মেয়েরা এগিয়ে আসবে আপনি যেমন কাজ বলবেন।কারণ বাংলার মানুষকে বাঁচাতে হবে।এখন রাজনীতি করে ওকে নেবনা কাজে এটা করলে চলবে না ।আমরা আমাদের তরফ থেকে এগিয়ে এসেছি সরকারের সাথে কাজ করতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here