বিনামূল্যে শিক্ষাবীমা কার্ডের জন্য পার্লামেন্টে বিল পাস করার দাবীতে অনশনে অশ্বিনী কুমার সিংহ।

0
117

নরেশ ভকত::২৪ঘন্টা লাইভ ::২০ই জুলাই :: বাঁকুড়া দেশের শিক্ষাব্যবস্থার উন্নতি চেয়ে অনশনে বসলেন এক সমাজসেবী। তিনি হলেন বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের কাপিস্টা গ্রামের বাসিন্দা অশ্বিনী কুমার সিংহ। যিনি নিজেকে অহিংসাবাদী,আর্দশবাদী ও মানবতাবাদী বলে দাবি করেন।

তিনি মনে করেন আধুনিক উচ্চ শিক্ষার অভাবে ভারতবর্ষের একশ্রেণীর মানুষ আরো বেশি গরীব হয়ে উঠেছে, ফলে অশিক্ষার কারণে সমাজের মধ্যে ছুত অছুত প্রথা এখনো দূরীকরণ করা সম্ভব হয়নি। স্বাস্থ্য বীমার মত ফ্রিতে শিক্ষা বীমার চালু করার জন্য পার্লামেন্টে বিল পাস করার দাবি জানান কেন্দ্র সরকারের কাছে।

উনার এই দাবি পূরণ করা হলে সেটাই হবে ডঃ ভীমরাও আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। গত ১৬ই জুলাই কাপিষ্টা হরি মন্দিরে বসে অনশন শুরু করেছেন, আগামী ১০দিন এই অনশন চালিয়ে যাবেন বলে জানান। অশ্বিনী বাবুর বৃদ্ধা মাও চান তাঁর ছেলে দেশ ও জাতির জন্য আন্দোলন করুক। তাঁর কর্মযজ্ঞ কে সমর্থন করতে আসছেন সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here