ভোটের আগে ডানলপ সাহাগঞ্জের মানুষ আশায় প্রহর গুনছেন প্রধানমন্ত্রী মোদীর ভালো খবরের আশায় !

0
249

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ ঘন্টা লাইভ :: ২১শে ফেব্রুয়ারি :: ডানলপ (হুগলি) :: আজ সোমবার হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানার মাঠে প্রধানমন্ত্রীর নির্বাচনী কর্মসূচি। তাঁর সফরের জন্য আপৎকালীন ব্যবস্থা হিসেবে ব্যান্ডেল ইএসআই হাসপাতালকে তৈরি রাখা হচ্ছে প্রশাসনের তরফে। খাতায়-কলমে এটি এখন কোভিড হাসপাতাল। তবে, প্রধানমন্ত্রীর সফরের জন্য এখানে ভর্তি কোভিড রোগীকে ইতিমধ্যেই অন্য হাসপাতালে সরানো হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর।

জেলা স্বাস্থ্য দফতরের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘‘প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপি আসছেন। সেই কারণেই ওই হাসপাতাল তৈরি রাখতে হচ্ছে। গোটা বিষয়টিই সরকারি প্রোটোকলের অঙ্গ। নিয়ম অনুযায়ী সব ব্যবস্থাই প্রস্তুত রাখা হবে।’’

এখন করোনার প্রকোপ কম। কোভিড হাসপাতালে হাতে গোনা রোগী ভর্তি হচ্ছেন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার এখানে মাত্র এক জন ভর্তি ছিলেন। ওই দিন তাঁকে ডানকুনির কোভিড হাসপাতালে সরানো হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল ইএসআই হাসপাতাল স্যানিটাইজ় করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের সময় এখানে চিকিৎসক, নার্স বা অন্য স্বাস্থ্যকর্মী উপস্থিত থাকবেন। শয্যা প্রস্তুত রাখা হবে। থাকবে বিশেষ অ্যাম্বুল্যান্সও।

এখনও পর্যন্ত প্রধানমমন্ত্রী হুগলির সাহাগঞ্জে পৌঁছাননি । উপস্থিত শ্রোতাদের আশা দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই ডানলপ টায়ার কারখানাটি সম্পর্কে ভোটের আগে সম্ভবত নরেন্দ্র মোদী কিছু আশার কথা শোনাতে পারেন । তাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন স্থানীয় মানুষেরা }

সাহাগঞ্জের জনসভায় ডানলপ কারখানা নিয়ে ভালো কিছু ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী, দাবি BJMTUC’র রাজ্য সচিব গোপাল পান্ডের

সাহাগঞ্জের মাঠে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি, যেহেতু ডানলপ কারখানা প্রাঙ্গনেই  সভা তাই কারখানা নিয়ে ভালো কিছু ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী এমনটাই দাবি করলেন বিজিএমসি’র রাজ্য সচিব গোপাল পান্ডের ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here