মাধ্যমিকে পাসের হারে পাসের হারে নতুন রেকর্ড সৃষ্টি – কলকাতাকে হারিয়ে জেলায় উড়লো জয়ধ্বজা !!

0
294

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ১৫ই,জুলাই :: কলকাতা :: প্রকাশিত হল এ বছরের মাধ্যমিকের ফল। ১৩৯ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। ২০২০-র মাধ্যমিকে পূর্ব মেদিনীপুরে সাফল্যের হাত সর্বাধিক। এরপর রয়েছে পশ্চিম মেদিনীপুর ও কলকাতা। মধ্যশিক্ষা পর্যদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার ৯৬.৫৯ শতাংশ। রাজ্যে মাধ্যমিকে সাফল্যের হার ৮৬.৩৪ শতাংশ।

পাসের হারে নতুন রেকর্ড সৃষ্টি হল এ বছর। পাসের হার আগের বছরের তুলনায় সামান্য বেড়ে হয়েছে ৮৬.৩৪ শতাংশ। ছাত্রদের মধ্যে পাশের হার ৮৯.৮৭%। ছাত্রীদের মধ্যে পাশের হার ৮৩.৪৭ শতাংশ। এ বছর মোট পরীক্ষার্থী ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন। তার মধ্যে পাস করেছে আট লক্ষ ৪৩ হাজার ৩০৫ জন। পাসের হার সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে, ৯৬.৫৯ শতাংশ। পাসের হারে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে পশ্চিম মেদিনীপুর (৯২.১৬ শতাংশ) ও কলকাতা (৯১.০৭ শতাংশ)।

মাধ্যমিকে প্রথম হয়েছে অরিত্র পাল। মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র সে। তার প্রাপ্ত নম্বর ৭০০-র মধ্যে ৬৯৪। দ্বিতীয় হয়েছে দুজন। একজন বাঁকুড়ার সায়ন্তন গড়াই, দ্বিতীয় জন পূর্ব বর্ধমানের অভীক দাস। তৃতীয় হয়েছেন তিনজন। সৌম পাঠক, দেবস্মিতা মহাপাত্র, অরিত্র মাইতি। চতুর্থ হয়েছে বীরভূমের অগ্নিভ পাঠক।

মাধ্যমিকে প্রথম হয়েছে অরিত্র পাল। মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র সে। তার প্রাপ্ত নম্বর ৭০০-র মধ্যে ৬৯৪। দ্বিতীয় হয়েছে দুজন। একজন বাঁকুড়ার সায়ন্তন গড়াই, দ্বিতীয় জন পূর্ব বর্ধমানের অভীক দাস। তৃতীয় হয়েছেন তিনজন। সৌম পাঠক, দেবস্মিতা মহাপাত্র, অরিত্র মাইতি। চতুর্থ হয়েছে বীরভূমের অগ্নিভ পাঠক।

যেহেতু রাজ্যের বেশিরভাগ স্কুলেই কোয়ারেন্টাইন সেন্টার হয়েছিল, সেহেতু স্কুলগুলি স্যানিটাইজেশনের পর মার্কশিট দেওয়া হবে। রাজ্য সরকারের তরফে এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে। তাও কোনও ছাত্রছাত্রী মার্কশিট আনতে যেতে পারবেন না। মার্কশিট তুলে দেওয়া হবে এবার অভিভাবকদের হাতে। স্বাস্থ্যবিধি মেনেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here