মালদায় বাংলার গর্ব মমতা,অনুষ্ঠিত হলো ইংরেজবাজার বিধানসভায়

0
554

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ৮ মার্চ :: মালদা :: বাংলার গর্ব মমতা তৃণমূল কংগ্রেসের ৭৫ দিনব্যাপী এক নিবিড় জনসংযোগ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল মালদা ইংরেজবাজার বিধানসভা এলাকায়। শনিবার এক সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা জানান মালদা ইংরেজবাজারের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। এই মর্মে শনিবার মালদা শহরের বিএস রোড এলাকায় দলীয় কর্মীদের নিয়ে আলোচনার পর সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা ঘোষণা করেন বিধায়ক।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী গত ইংরেজি মাসের দুই তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ৭৫ দিনের একটি কর্মসূচির নির্দেশিকা দিয়েছিলেন। প্রথম কর্মসূচির পদক্ষেপ হিসাবে আজ ৫১ ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ এর আহ্বানে পালিত হলো “বাংলার গর্ব মমতা” সূচনা কর্মসূচি। নামের তালিকা ভুক্ত বিধানসভার প্রায় ৪০০ টি বুথের বুথ সভাপতি, ত্রিস্তর পঞ্চায়েতের সদস্য- সদস্য,আঞ্চলিক সভাপতি, যুব সভাপতি, আঞ্চলিক মহিলা সভানেত্রী, তপশিলি জাতি- উপজাতি সংগঠনের সভাপতি, আঞ্চলিক ছাত্র সভাপতি, শিক্ষক সংগঠনের সভাপতি এবং অঞ্চলের সমস্ত সভাপতিদের নিয়ে এই কর্মসূচি শুরু হয়। সংবিধান পাঠের মাধ্যমে, আজকের এই অনুষ্ঠানের সূচনার পর, দল প্রেরিত সঙ্গীত বাজানোর পর, আগামী ৭৫ দিনের সমস্ত কর্মসূচির দিন, স্থান উল্লেখ করে স্পষ্ট করেন কর্মীদের মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here